একটা সময় মনে হচ্ছিল, ম্যাচটা বেরিয়েই গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হাত থেকে। আবার হয়তো হারের রাস্তার সম্মুখীন হতে চলেছে বিরাট কোহলির দল। কিন্তু সমস্ত আশঙ্কাকে দূরে সরিয়ে একটা ওভারই ঘুরিয়ে দিল খেলার গতিপ্রকৃতি। সেই ওভার ছিল বাংলার ক্রিকেটার শাহবাজ আহমেদের। এক ওভারে তিনি তুলে নিলেন জনি বেয়ারস্টো, মণীশ পান্ডে-সহ তিনটি উইকেট। যার ফলে হারতে হারতেও জিতে গেলেন বিরাট কোহলিরা। মঙ্গলবার জেতা ম্যাচ ফেলে আসতে দেখা গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। আর ঠিক তার ২৪ ঘণ্টা বাদে সেই একই জিনিস দেখা গেল হায়দ্রাবাদের ক্ষেত্রেও। যার ফলে দুয়ে দুই করে লিগ তালিকার শীর্ষে চলে গেল আরসিবি।
গতকাল টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে চাপে পড়ে গিয়েছিল আরসিবি। করোনা সারিয়ে দলে ফেরা দেবদত্ত পাড়িক্কল ফিরে যান মাত্র ১১ রান করেই। পরবর্তী ব্যাটসম্যান শাহবাজ চালিয়ে শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। এই অবস্থায় হাল ধরার কথা ছিল বিরাট কোহলি এবং গ্লেন ম্যাক্সওয়েলের। আইপিএলে ‘ব্যর্থ’ তকমা পাওয়া ম্যাক্সওয়েল এই ম্যাচেও চোখে আঙুল দিয়ে সমালোচকদের জবাব দিলেন। একদিক তিনি ধরে রাখায় উল্টোদিকে মারার চেষ্টা করছিলেন কোহলি।
তবে সেটা করতে গিয়েই তিনি বড় বিপর্যয় ডেকে আনলেন। জেসন হোল্ডারের বলে বিজয় শঙ্করের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ক্যাপ্টেন। আগের ম্যাচে জ্বলে ওঠা এবি ডিভিলিয়ার্স বুধবার ব্যর্থ। পাঁচ বলে মাত্র এক রান করে ফেরার পর পুরো দায়িত্বটাই গিয়ে পড়েছিল ম্যাক্সওয়েলের ঘাড়ে। তিনি সেই দায়িত্ব ভাল ভাবেই সামলালেন। উল্টোদিকে সঙ্গী হিসেবে কাউকে না পেলেও মাথা ঠান্ডা রেখে ৪১ বলে ৫৯ রানের স্বচ্ছ সুন্দর ইনিংস খেলে গেলেন। তবু দেড়শোর গন্ডি পেরোতে পারল না আরসিবি। ১৪৯/৮-এ শেষ হল ইনিংস।
ব্যাঙ্গালোরের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হায়দ্রাবাদের হয়ে ওপেন করতে নেমে এই ম্যাচেও হতাশ করলেন ঋদ্ধিমান সাহা। গত বারের ফর্মের ধারেকাছে এ বার নেই তিনি। ১ রানের মাথায় তিনি ফেরার পর কমলা-বাহিনীর হাল ধরেন সেই ডেভিড ওয়ার্নার। সঙ্গী হিসেবে পান মণীশ পান্ডেকে। দ্বিতীয় উইকেটে দু’জনে মিলে যোগ করেন ৮৩ রান। কিন্তু ওয়ার্নার ৫৪ রানে ফিরতেই হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডারে ধস নামতে শুরু করে। এদিকে, মণীশও বেশিক্ষণ টিকতে পারেন নি ক্রিজে। ম্যাচ ঘুরল ১৭তম ওভারে। এই ওভারের পরপর ৩ উইকেট তুলে নেন শাহবাজ। আর ম্যাচ ওখানেই শেষ হয়ে যায়। ফলে, বাঙালি ঋদ্ধিমানের ব্যর্থতার দিনে উজ্জ্বল হয়ে রইলেন আরেক উদীয়মান বঙ্গ তারকা।