ভোটের মরসুমে ফের একবার দু’দলের মধ্যে বিবাদ সৃষ্টি হল। পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বীরভূমের সিউড়িতে। এই ঘটনায় তৃণমূল কর্মী-সমর্থকদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সমেত অন্যান্য পোস্টার ছিঁড়ে দিয়েছে বিজেপির গুন্ডারা। তৃণমূল কংগ্রেসের পোস্টার ছেঁড়ার ঘটনায় অভিযুক্ত বিজেপিই। বীরভূমের সিউড়ি-১ নম্বর ব্লকের কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লীতে ‘বাংলা নিজের মেয়েকে চায়’ লেখা তৃণমূল কংগ্রেসের পোস্টারগুলি ছিঁড়ে দিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।
বিবেকানন্দ পল্লীর বিভিন্ন জায়গায় লাগানো ছিল সেই পোস্টার, মঙ্গলবার রাতের অন্ধকারে সেই পোস্টারগুলো ছিঁড়ে দেওয়া হয়। এ প্রসঙ্গে সিউড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিকাশ রায় চৌধুরী বলেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এই সমস্ত কাজ করেছে। যদিও এগুলো করে কোন লাভ হবে না বিজেপির, বিধানসভা নির্বাচনে সিউড়ি বিধানসভায় জিতবে তৃণমূল। সিউড়িতে বিজেপি গুন্ডারা ভোটের মুখে সাধারণ মানুষের মনে ভয় ধরানোর চেষ্টা করছে বলেই মত তৃণমূলের। তাঁদের বক্তব্য, “আসলে জিততে পারবে না বুঝেই এখন হিংসার পথ বেছে নিচ্ছে বিজেপি।