সমাজমাধ্যমে ফের নেটিজেনদের হাসির খোরাক হলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল নাগরাকাটায় এক জনসভায় তিনি ঘোষণা করেন, বিজেপি ক্ষমতায় এলে শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামাঙ্কিত একটি হাইওয়ে হবে। আর সেই হাইওয়ে দিয়ে নাকি মাত্র ৩ ঘন্টায় শিলিগুড়ি থেকে কলকাতায় পৌঁছোনো যাবে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য নিয়েই ব্যঙ্গ ও বিদ্রূপের রোল উঠেছে নেটদুনিয়ায়। ৭০০ কিলোমিটারের দূরত্ব কী করে তিন ঘন্টায় অতিক্রান্ত করা যায়, তা বুঝতে না পেরে অনেকেই জিজ্ঞেস করেছেন, তাহলে কি এখন রাস্তায় বুলেট ট্রেন চলবে?
পাশাপাশি, এদিন শাহের আরও একটি বক্তব্য নিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরা। “এখনই দেশে এনআরসি করার কোনও পরিকল্পনা নেই। লেবংয়ে এমনই ঘোষণা করেন অমিত শাহ।” এছাড়াও তিনি বলেন, গোর্খাদের সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান করা হবে। কিন্তু কী সেই সমাধান? তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন শাহ। আর এই প্রতিশ্রুতি নিয়েই তুলোধোনা করেছেন বিরোধীরা। কেউ বলছেন, অসমে আবার ডিটেনশন ক্যাম্পে পাঠানো শুরু হয়েছে, ক্ষমতায় এলে এখানেও হবে। কেউ আবার বলছেন, তাহলে কি গোর্খাল্যান্ডের দাবি মেনে নিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী! শুরু হয়েছে তুমুল কটাক্ষ।