প্রথম ম্যাচে দুর্দান্ত খেলেও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের সম্মুখীন হতে হয়েছে রাজস্থান রয়্যালসকে। তবে সেই ধাক্কা সামলে ওঠার আগেই আরও বড় ধাক্কা রাজস্থান শিবিরে। চোটের জন্য এবার আইপিএল থেকেই ছিটকে গেলেন দলের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। আঙুল ভেঙ্গে গিয়েছে তাঁর। জানা যায়, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পান ব্রিটিশ অল রাউন্ডার। ক্রিস গেলের ক্যাচ ধরতে গিয়ে চোট লাগে স্টোকসের।
তবে সেই ক্যাচ সফল ভাবেই ধরেন স্টোকস। কিন্তু তারপরই চোটের জন্য মাঠ ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় তাঁকে। প্রসঙ্গত, সেই ম্যাচে ইনিংসের সপ্তম ওভারে শ্রেয়স গোপালের তৃতীয় বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়েছিলেন গেল। তবে রাহুল সেই ক্যাচ ধরতে পারেননি। এদিকে, গেলের ক্যাচ ধরার পরও নিজেদের ইনিংসের সময় ওপেন করতে নেমেছিলেন স্টোকস। তিন বল খেললেও রান না করেই আউট হতে হয় তাঁকে। মহম্মদ শামি তাঁর উইকেট তুলে নেন।