আগামী শনিবার রাজ্যে পঞ্চম দফার ভোট। ঠিক তার আগে আজ নদীয়া জেলার রানাঘাটে জোড়া জনসভা করলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকে ফের একবার গত ১০ বছরে হওয়া রাজ্যের উন্নয়নের কথা তুলে ধরেন তিনি। মমতার হাত ধরে বাংলা কতটা এগিয়েছে, মূলত সেটাই বলেন অভিষেক। পাশাপাশি বিজেপিকেও তীব্র কটাক্ষ করেন। বলেন, “ওঁরা ডবল ইঞ্জিন সরকার গড়তে চাইছে, যাতে চুরির মাত্রাটা ডবল করতে সুবিধা হয়।”
চতুর্থ দফার ভোটে শীতলকুচিতে গুলি চালনা নিয়ে এদিন ফের একবার গর্জে ওঠেন অভিষেক। তিনি বলেন, “ওরা বলছে আত্মরক্ষার্থে গুলি চালানো হয়েছে, কিন্তু মৃতদের পাশ থেকে বোমা-বন্দুক দূরে থাক, একটা লাঠিও পাওয়া যায়নি। কেন্দ্রীয় বাহিনী কাদের প্ররোচনায় গুলি চালিয়েছে, আমরা সবাই জানি। যারা এভাবে গুলি চালিয়ে বাংলার মানুষের ওপর ছড়ি ঘোরাতে চাইছে, আগামীদিনে এই ভোটের মাধ্যমেই তাঁদের প্রতিরোধ করতে হবে। শীতলকুচির বুলেটের জবাব ব্যালটের মাধ্যমেই বাংলার মানুষ ফিরিয়ে দেবে।”
২০১৯ সালের লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। কিন্তু তাঁকে লকডাউনের সময় বা মানুষের বিপদে কখনোই পাশে দেখা যায় না বলেই এদিন অভিযোগ করেন অভিষেক। এরপর তিনি বলেন, “মোদী-শাহ বলছে, ক্ষমতায় এসে বাংলাকে ‘সোনার বাংলা’ বানাবে। কিন্তু এতবছর কেন্দ্রের ক্ষমতায় থেকেও ভারতকে সোনার বানাতে পারল না। এদিকে, গ্যাসের দাম ৯০০ টাকা, পেট্রোল সেঞ্চুরি করেছে, প্রায় রোজই অন্যান্য জিনিসপত্রের দাম বাড়ছে। যার ফলে মধ্যবিত্তের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে।”