প্রকাশ্যে হুমকি দেওয়াই হোক বা বিতর্কিত মন্তব্যের ফোয়ারা ছোটানো— সবেতেই গেরুয়া শিবিরের জুড়ি মেলা ভার। বরাবরই বেঁফাস মন্তব্য করে ফেলেন বিজেপির নেতা-মন্ত্রীরা। আর সেই তালিকায় একেবারে ওপরের দিকেই রয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম। সাম্প্রতিক কালে তাঁর ‘গরুর দুধে সোনা থাকে’-র মতো মন্তব্য শোরগোল ফেলে দিয়েছিল। এবার বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়েও বিতর্ক উসকে দিলেন তিনি। বাঙালির চিরচেনা নববর্ষেও তিনি জুড়ে দিলেন হিন্দুত্বের ‘ট্যাগ’। গতকাল ফেসবুকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন দিলীপ ঘোষ। সেই পোস্টে লেখা, ‘সকলকে জানাই হিন্দু নববর্ষের শুভেচ্ছা’। আর বিজেপি নেতার এহেন বার্তাটি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। শুভেচ্ছা বার্তার সঙ্গে একটি ভিডিও আপলোড করেছেন তিনি। তার বক্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।
মঙ্গলবার ফেসবুক পেজে পোস্ট করা ভিডিও বার্তায় বিজেপির রাজ্য সভাপতিকে বলতে শোনা গিয়েছে, ‘বিশ্বের সব চেয়ে প্রাচীনতম বিক্রম সংবৎ-এর দিন শুরু হচ্ছে। এটা ভারতবর্ষের গৌরব গরিমা, সংস্কৃতির পরিচায়ক। আমরাই বিশ্বের মধ্যে প্রথম সাল গণনা শুরু করেছিলাম। কলিযুগাব্দ এবং তার পর বিক্রম সংবৎ। এটি ভারতবর্ষের পৌরাণিক এবং ঐতিহাসিক ভাবে খুবই গুরুত্বপূর্ণ। সৃষ্টির প্রথম দিন হিসাবে ধরা হয়। ভগবান রামের রাজ্যাভিষেক হয়েছে এই দিনে। তাই আজকের দিনটা আমাদের কাছে খুব গর্বের। আমরা সমস্ত ভারতবাসী এবং তথা বিশ্ববাসীকে একজন গর্বিত ভারতীয় হিসাবে হিন্দু নববর্ষের প্রথম দিনে সবাইকে শুভেচ্ছা জানাই….।’
আর এই ভিডিও বার্তা ঘিরেই পাক খাচ্ছে একগুচ্ছ প্রশ্ন। পয়লা বৈশাখ কি সেই অর্থে কেবল মাত্র হিন্দুদের? আর এটাই কি বিশ্বের সবচেয়ে প্রাচীন সাল গণনার হিসেব? বৈচিত্রে ভরা এই দেশে আঞ্চলিক পঞ্জিকা মতে এক দু’দিন আগে বা পরে শুরু হয় নববর্ষ উদযাপন। বাংলা পঞ্জিকা মতে পয়লা বৈশাখ এবার ১৫ এপ্রিল। কোনও কোনও রাজ্যে আবার ১৩ বা ১৪ এপ্রিল আঞ্চলিক নববর্ষ পালন শুরু হয়ে গিয়েছে। সৌর বছরের প্রথম দিন হিসাবে দেশের বাকি রাজ্য অসম, কেরল, মণিপুর, নেপাল, ওড়িশা, পাঞ্জাব, তামিলনাড়ু ও ত্রিপুরাতেও নিজেদের নিয়মে পালিত হয় নববর্ষ। যা ভারতীয় সংস্কৃতিরই অবিচ্ছেদ্য অংশ। এর সঙ্গে সেই অর্থে ধর্মীয় যোগসূত্র খুঁজতে চাওয়াটা অনেকটাই আরোপিত।
প্রসঙ্গত, অসমিয়া নববর্ষ পরিচিত বোহাগ বিহু নামে। পাঞ্জাবে পালিত হয় বৈশাখী ও তামিলনাড়ুতে পুঠান্ডু হিসেবে। কেরল ও কর্নাটকে বিশু নামে পালিত হয় নববর্ষ। ওড়িয়া নববর্ষ পণা সংক্রান্তি, তেমনই তেলেগু নববর্ষ উগাডি। প্রায় গোটা দেশের মতো এই রাজ্যগুলিতে হিন্দুরাই সংখ্যাগুরু। আর সেখানে নববর্ষের উদযাপনে হিন্দু-মুসলমান সবাই মেতে ওঠেন। আবার বাংলাদেশেও কার্যত জাতীয় উৎসবের মতো করে পালিত হয় নববর্ষ। অথচ সংবিধান অনুযায়ী, বাংলাদেশ মোটেও হিন্দু রাষ্ট্র নয়। বরং তা ইসলাম ধর্মাবলম্বী। প্রশ্ন উঠছে, বিজেপি লাইন মেনেই কি সব কিছুর মতো নববর্ষের সঙ্গেও হিন্দুত্বের যোগসূত্র স্থাপন করতে চাইছেন দিলীপ ঘোষ? একই সঙ্গে এ প্রশ্নও উঠতে শুরু করেছে, দিলীপ ঘোষের দাবি মতো বিক্রম সংবৎ কি সত্যিই প্রাচীনতম সাল গণনা ব্যবস্থা?