যেন ধ্বংসস্তূপ! সাদা চাদরে ঢেকে ডাই করে রাখা একের পর এক দেহ। স্ট্রেচার সমেত এই দেহগুলি পড়ে রয়েছে মর্গের বাইরে। রোদের মধ্যে। কিছু দেহ রয়েছে মাটিতেই। কোভিডের জেরে মৃত্যু হয়েছে এই রোগীদের। কিন্তু মর্গে জায়গা না থাকায় এ ভাবে বাইরের পড়ে রয়েছে দেহ। এই ছবি ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের সবচেয়ে বড় সরকারি হাসপাতালের। যে ছবি প্রকাশ্যে আসতেই মুহূর্তে নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায়। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বেশ কয়েকটি রাজ্যের মতো ছত্তিশগড়ও বেসামাল। আর সেখানকার পরিস্থিতির কতটা অবনতি হয়েছে, সেটাই বুঝিয়ে দিয়েছে এই ভয়ঙ্কর ছবি।
রায়পুরে রয়েছে ভিমরাও অম্বেডকর মেমোরিয়াল হাসপাতাল। অতিমারির শুরু থেকেই সেখানে করোনা রোগীদের চিকিৎসা করা হচ্ছে। কিন্তু সেখানকার স্বাস্থ্যকর্মীরা বলছেন, এই পরিস্থিতি প্রথমবারের জন্য তৈরি হল সেখানে। ছত্তিশগড়ে গত কয়েকদিন ধরে রোজ আক্রান্ত হচ্ছেন ১০ হাজারের বেশি মানুষ। কোভিডের জেরে দৈনিক মৃত্যুও বাড়ছে। এর জেরে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, তা তুলে ধরছে অসহয়তার চিত্র।
রায়পুরের প্রধান স্বাস্থ্য অফিসার মীরা বাঘেল বলেছেন, ‘‘কেউ ভাবিনি একবারে এত লোক মারা যাবেন। সাধারণত যা মৃত্যু হয়, তার জন্য প্রয়োজনীয় শীতলীকরণ যন্ত্র রয়েছে। মৃত্যু বেড়ে যখন ১০-২০তে পৌঁছল, আমরা তার ব্যবস্থা করলাম। তার পরই মৃত্যু ৫০-৬০ ছাড়াল। এত কম সময়ে এত দেহ এক সঙ্গে রাখার ব্যবস্থা করা সম্ভব?’’ কোভিডের এই সংক্রমণকে অবহেলা করলে কি পরিস্থিতি হতে পারে, এখন সেটাই দেখা যাচ্ছে।