নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার প্রতিবাদে গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, ধর্নার জন্য এখনও সেনাবাহিনীর পক্ষ থেকে কোনও অনুমোদন মেলেনি।
মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ তৃণমূলের তরফ থেকে ধর্নার অনুমতি চেয়ে চিঠি পৌঁছয় সেনাবাহিনীর কাছে। কিন্তু এখনও তাঁরা এই ধর্নার জন্য কোনও চূড়ান্ত অনুমোদন দেয়নি বলেই খবর। এদিকে, সকাল সাড়ে ১১টা নাগাদ গান্ধীমূর্তির পাদদেশে এসে পৌঁছন মমতা। বেলা ১২টা থেকে তাঁর কর্মসূচি শুরু হয়। ধর্ণা মঞ্চে ছবি আঁকার জন্য রং-তুলিও এনেছেন মমতা। ধর্নায় বসেই ছবি আঁকার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
পঞ্চম দফার ভোটের আগেই নাটকীয় মোড় রাজ্য রাজনীতিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচিতে ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। প্ররোচনামূলক মন্তব্যের জেরে তাঁকে দু’বার নোটিশ ধরানো হয়। কিন্তু সেই নোটিশের জবাবে সন্তোষজনক যুক্তি না মেলায় তাঁর উপর এই নিষেধাজ্ঞা বলে জানাচ্ছে কমিশন। মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত প্রচার করতে পারবেন না মমতা। এই সিদ্ধান্তের প্রতিবাদেই ধর্ণার ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো।
কমিশনের সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক ও অসাংবিধানিক’ অ্যাখ্যা দিয়েছেন মমতা। যদিও নিষেধাজ্ঞা উঠলেই এদিন রাত সাড়ে আটটা থেকে ফের প্রচারে নামতে চলেছেন নেত্রী। বারাসত এবং বিধাননগরে রাতেই জনসভা করবেন তিনি।