একাই ‘একশো’! তবুও যেন ট্র্যাজিক নায়ক হয়েই রইলেন রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন। একদম শেষ বলে দীপক হুডা বাউন্ডারি লাইনের ঠিক আগে সঞ্জুর তুলে মারা বলটা ক্যাচটা ধরতেই ক্যামেরার লেন্স ঘুরল পাঞ্জাব অধিনায়ক কে এল রাহুলের দিকে। দেখা গেল, সঞ্জুকে জড়িয়ে ধরে স্বান্তনা দিচ্ছেন রাহুল। এরপরের ছবি দলকে জিতিয়ে রীতিমতো হুঙ্কার ছাড়ছেন অখ্যাত অর্শদীপ সিংহ। কারণ লক্ষ্য ২২২ রান হলেও শেষ দিকে ছয় নম্বর ফুটবলের মতো ক্রিকেট বলকে দেখছিলেন স্যামসন।
শেষ ওভারে রাজস্থানের দরকার ৬ বলে মাত্র ১৩ রান। কিন্তু শেষ রক্ষা হল না। একা কুম্ভ হয়ে তিনি ৬৩ বলে ১১৯ রান করলেও তাঁর দলকে ৪ রানে হারতে হল। এই ইনিংসে ১২টি চার ও ৭টি ছয় মারলেও লাভ হল না। কারণ তাঁর ব্যাটিংয়ের পরেও রাজস্থান রয়্যালস ৭ উইকেটে ২১৭ রানে থামল। ফলে কোনও মতে জয় দিয়ে শুরু করে হাঁফ ছেড়ে বাঁচলেন রাহুল ও ডাগ আউটে বসে থাকা দলের কোচ অনিল কুম্বলে।
ক্রিকেট দলগত খেলা সবাই জানে। তবে ঘোর অনিশ্চয়তার এই খেলায় বহু বার ‘একাই একশো’ মেজাজে অতীতে অনেকে ম্যাচ জিতিয়েছেন। এ বার সেই তালিকায় সঞ্জু স্যামসনের নামটাও জুড়ে যেতে পারত। পাহাড় প্রমাণ ২২২ রান তাড়া করতে গিয়ে রাজস্থান রয়্যালসের রথী মহারথীরা একে একে ঘরে ফিরলেও অধিনায়ক একাই লড়ে গেলেন। তবে সব সময় বীরের সঙ্গে যে ভাগ্য থাকে না। সেটা সোমবারের রাতে দেখা গেল। তবে ম্যাচ হারলেও তাঁর এমন দাপুটে শতরানেই মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা।