আইপিএলের গত মরসুমে আইপিএলে না খেললেও এবছর ভালভাবে শুরু করেছেন সুরেশ রায়না। প্রথম ম্যাচে জিততে না পারলেও অর্ধ শতরান করে সকলকে চমকে দিয়েছেন বাঁ হাতি এই ব্যাটসম্যান। চেন্নাই সুপার কিংসের দলে ফিরতে পেরে খুশি রায়নাও।
তিনি বলেন, “ধোনির দলে ফিরে আসতে পেরে অসাধারণ লাগছে। চেন্নাই সুপার কিংস অসাধারণ একটা দল। যারা ক্রিকেটারদের কথা সবসময় ভাবে। এই হলুদ জার্সি পরতে পারলে সবসময় ভাল লাগে। আমার কাছে এটা গর্বের।”
তবে দিল্লী ক্যাপিটালসের কাছে ম্যাচ হারলেও ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী রায়না। তিনি বলেন, “ম্যাচটা জিততে না পারায় হতাশ। ১৫-২০ রান আরও করতে পারলে ভাল হত। আমার মনে হয় আমরা মাঝের ওভারগুলোতে ভাল বল করেছি। ভাল করে অনুশীলন করলে আমার মনে হয় আমরা ভাল কিছু করতে পারব।”