আজ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজি-র মুখোমুখি বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় পর্বের এই ম্যাচে কি ঘুরে দাঁড়াতে পারবে জার্মানির এই ক্লাবটি? না কি ফের এম্বাপে-নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র যুগলবন্দীর ধাক্কায় স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়ে প্যারিস থেকে ফিরতে হবে থোমাস মুলারদের? গত মরসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজিকে ১-০ হারিয়েই খেতাব জিতেছিল বায়ার্ন। এ বার শেষ আটের প্রথম পর্বে ছবিটা সম্পূর্ণ বদলে দেন দি মারিয়া-রা। সিংহের গুহায় ঢুকে সিংহ শিকারের মতো মিউনিখে গিয়ে ৩-২ জেতে পিএসজি।
সেই ম্যাচে নেইমারের পাস থেকে জোড়া গোল করেন এম্বাপে। বায়ার্নের হয়ে ব্যবধান কমান ম্যাক্সিং চুপো মোতিং ও মুলার। এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে শেষ চারে খেলা নিশ্চিত করতে মঙ্গলবার রাতে প্যারিসে পিএসজি-র বিরুদ্ধে জিতলেই শুধু হবে না বায়ার্নকে। দু’গোলের ব্যবধানও রাখতে হবে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, রবার্ট লেয়নডস্কি-হীন বায়ার্ন কি পারবে পিএসজিকে হারাতে?
দ্বিতীয়ত, ছন্দে থাকা এম্বাপে-নেইমার জুটিকে আটকানোর মতো শক্তি জার্মান ক্লাবের রক্ষণের রয়েছে কি? লেয়নডস্কি অবশ্য হাঁটুর চোট সারিয়ে সোমবার থেকেই অনুশীলন শুরু করেছেন। কিন্তু পিএসজি-র বিরুদ্ধে খেলার কোনও সম্ভাবনা নেই। পরিস্থিতি কঠিন হলেও বায়ার্ন কোচ হান্সি ফ্লিক আশাবাদী। তিনি বলেছেন, ‘‘অন্তত দু’টি গোল যে করতেই হবে, তা খুব ভাল করেই জানি আমরা। কাজটা কঠিন হলেও আমাদের তা সম্পূর্ণ করতেই হবে। সেই উদ্দেশ্য নিয়েই প্যারিসে এসেছি।’’ যোগ করেন, ‘‘ছোটোখাটো অঘটন ঘটানোই লক্ষ্য।’’