টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ৩-১ ব্যবধানে জিতে ইপিএলের শেষ চারে নিজেদের অবস্থান শক্ত করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। একই ব্যবধানে জুভেন্তাস হারিয়েছে জেনোয়াকে। তবে রিয়াল বেটিসের কাছে আটকে গিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
প্রথমার্ধে এডিনসন কাভানির একটি গোল বাতিল হয়, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এর কিছু পরেই টটেনহ্যামকে এগিয়ে দেন সন হিউং-মিন। তবে দ্বিতীয়ার্ধে অন্য ম্যান ইউকে দেখা গিয়েছে। ৫৭ মিনিটে সমতা ফেরান ফ্রেড। ৭৯ মিনিটে হেডে গোল করে ম্যান ইউকে এগিয়ে দেন কাভানি। পরিবর্ত হিসেবে নামা ম্যাসন গ্রিনউডের গোলে ম্যান ইউয়ের জয় নিশ্চিত হয়। হারের ফলে টটেনহ্যামের শেষ চারে ওঠা অনিশ্চয়তার মধ্যে।
রবিবার জুভেন্টাসের জয়ে গোল পাননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২২ মিনিটে ডেজান কুলুসেভস্কির গোলে এগিয়ে যায় আন্দ্রেয়া পিরলোর দল। এরপর রোনাল্ডোর শট পোস্টে লাগে। ফিরতি বলে ব্যবধান বাড়ান আলভারো মোরাতা। জুভেন্টাসের তৃতীয় ওয়েস্টন ম্যাকেনির। লা লিগায় রিয়াল বেটিসকে হারিয়ে রিয়াল মাদ্রিদের থেকে ব্যবধান বাড়ানোর লক্ষ্য নিয়ে নেমেছিল অ্যাটলেটিকো। ইয়ানিক কারাস্কো দলকে এগিয়ে দেন। এরপর বেটিসের হয়ে সমতা ফেরান ক্রিশ্চিয়ান টেলো।