গত শনিবার লাল লিগায় একে অপরের মুখোমুখি হয়েছিল স্পেনের দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও এফসি বার্সেলোনা। মাদ্রিদের বিরুদ্ধে সেই এল ক্লাসিকোয় ১-২ গোলে হারের পরে রেফারির বিরুদ্ধে রীতিমত ক্ষোভ উগরে দেন বার্সা ম্যানেজার রোনাল্ড কোমান। শনিবার ম্যাচের ৮১ মিনিটে রিয়ালের পেনাল্টি বক্সের মধ্যে পড়ে যান মার্টিন ব্রেথওয়েট। বার্সা শিবিরের অভিযোগ, রিয়ালের ফেরলান্দ মেন্দি হাত দিয়ে টেনে ফেলে দিয়েছেন ব্রেথওয়েটকে। অথচ রেফারি পেনাল্টি দেননি।
ক্ষুব্ধ কোমান বলেছেন, ‘‘বার্সেলোনার সমর্থকেরা নিশ্চয়ই দেখেছেন রেফারির দু’টি সিদ্ধান্ত কী ভাবে আমাদের বিরুদ্ধে গিয়েছে। নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে আমাদের। দ্বিতীয়ত, সংযুক্ত সময় দিয়েছিলেন মাত্র চার মিনিট।’’ উল্লেখ্য, এই মরসুমে লা লিগায় প্রথম পর্বের এল ক্লাসিকোয় গত অক্টোবর মাসে ঘরের মাঠে ১-৩ হেরেছিল বার্সা। ওই ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছিলেন রিয়াল অধিনায়ক সের্জিও র্যামোস। যা নিয়েও বিতর্ক কম হয়নি। সেই প্রসঙ্গ তুলে কোমান বলেছেন, ‘‘আরও এক বার আমাদের সব কিছু মেনে নিতে হচ্ছে।’’
রিয়াল ম্যানেজার জিনেদিন জিদান অবশ্য রেফারির পাশেই দাঁড়িয়েছেন। বলেছেন, ‘‘রেফারির সিদ্ধান্তে কোনও ভুল ছিল না।’’ এরপরেই খানিক বিদ্রুপের সুরে তিনি বলেন, ‘‘প্রথমার্ধে আমরা ভাল খেলতে পারিনি। রক্ষণ ও আক্রমণ দুই বিভাগেই সমস্যা ছিল। তার জন্য নিশ্চয়ই রেফারিকে দায়ী করা যায় না। যোগ্য দল হিসেবেই আমরা জিতেছি।’’ যোগ করেছেন, ‘‘রেফারি যদি বলেন পেনাল্টি ছিল না, তা হলে সেটাই ঠিক। কারণ আমরা কেউ মাঠের মধ্যে ছিলাম না।’’ রিয়াল কোচ আরও বলেছেন, ‘‘দলের খেলায় আমরা দারুণ খুশি। বার্সার মতো ভাল দলের বিরুদ্ধে তৃতীয় গোল করার একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারিনি।’’