শনিবার বাংলায় চতুর্থ দফার নির্বাচনের দিন কোচবিহার জেলার শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারান ৪ ব্যক্তি। এরপরই রাজ্যে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। এই ঘটনাকে গণহত্যা আখ্যা দিয়ে কেন্দ্রীয় বাহিনী তথা মোদী সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি হুমকি দেন, রাজ্যে আরও শীতলকুচি ঘটবে। এরই মধ্যে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী একটি বিতর্কিত পোস্ট করেন টুইটারে।
ছবিটি গুরুতরভাবে আহত এক সিআইএসএফ কর্মীর। শুভেন্দু লেখেন, “চতুর্থ দফার ভোটের দিন কোচবিহারের শীতলকুচিতে সিআইএসএফ জওয়ানদের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। গুরুতর জখম হন এক জওয়ান। তাই আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয় কেন্দ্রীয় বাহিনী।”
শুভেন্দু ছাড়াও এই ছবিটি পোস্ট করেন সৌমিত্র খাঁ, অর্জুন সিংহ সহ অনেক বিজেপি কর্মী সমর্থক। পরে দেখা যায়, সেই ছবিটি ভুয়ো। এই ছবিটি আসলে ঝাড়খন্ডের ধানবাদের বাঘমারার ঘটনা। সেখানকার ভিমাকানালী সিআইএসএফ ক্যাম্পে এএসআই এসপি শর্মার ওপর লেঙ্গুর আক্রমণ করে তাকে আহত করে। সেই ছবিকেই মিথ্যে দাবি সমেত পোস্ট করেন শুভেন্দু অধিকারী। জনপ্রিয় হিন্দি সংবাদপত্র দৈনিক জাগরণে এই ছবিটি প্রকাশিত হয় ১০ই এপ্রিল ২০২১ তারিখে। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় অস্বস্তিতে বিজেপি।