ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূল হয়ে এখন তিনি বিজেপিতে। তবে খাতায়কলমে এখনও তৃণমূলের সাংসদও রয়ে গিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও এবার তৃণমূলকেই হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছেন। আর এবার সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকেই হুমকি দিয়ে বসলেন বর্ধমান উত্তরের সাংসদ সুনীল মণ্ডল। হ্যাঁ, যার দয়ায় সাংসদ হয়েছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই হুমকি দিয়েছেন তিনি। যা ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক।
রবিবার পূর্ব বর্ধমানের রায়নায় বিজেপি প্রার্থী মানিক রায়ের সমর্থনে জনসভা করেন সাংসদ সুনীল। সেই সভা থেকেই তিনি বলেন, ‘কেউ কেউ বলছে খেলা হবে। যারা খেলতে চাইছে, তাদের ফটো তুলে রাখবেন। আমরা পরে খেলব। ওদের যারা খেলবে তারা তো চলে এসেছে বিজেপিতে। ওদের দিদি ছিল গোলকিপার, গোলকিপার ল্যাংড়া হয়ে গেছে, গোলকিপারের একটা পা হয়ে গেছে খতম। আর যারা খেলতে চাইছে, তাদের ভদ্র ভাবে বলতে চাই, অনেক খেলা খেলেছ, তোলাবাজি, সিন্ডিকেটে বাংলাকে সর্বোচ্চ দিয়েছ। এবার যদি বেশি বাড়াবাড়ি কর ২ তারিখের পর সব হিসাব নিকেশ হবে।’
সুনীল মণ্ডলের এহেন উক্তি নিয়েই জোর শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। অনেকেই বলছেন, ‘নির্লজ্জ বেহায়াপনার একটা সীমা থাকে। সুনীলের সেটাও নেই। যার জন্য সাংসদ হলি তাঁকেই কিনা খতম করার হুমকি দিচ্ছিস।’ সুনীলের এহেন নিন্দানীয় মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা কটাক্ষ শানিয়েছে তৃণমূলও। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিত দাস জানিয়েছেন, ‘সুনীল মণ্ডল ভাড়া করা প্লেয়ার। যখন যে দলে থাকেন সেই দলের হয়ে কথা বলেন। দিদি এক পায়ে লড়ছেন, তাই প্রধানমন্ত্রী, স্বরাষ্টমন্ত্রী ডেলিপ্যাসেঞ্জারি করছেন। একটা পায়েই যদি এই অবস্থা হয়, যেদিন দিদি দুটো পায়ে সোজা হয়ে দাঁড়াবে সেদিন দিল্লী থেকে ওরা সরে যাবে।’