বাংলায় চার দফা ভোট ইতিমধ্যেই হয়ে গিয়েছে। চতুর্থ দফায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে। এরমধ্যেই আগামী শনিবার রাজ্যের ৪৫টি আসনে পঞ্চম দফার ভোট। আর সেই ভোটের প্রচার ৭২ ঘণ্টা আগে শেষ করতে হবে বলে গতকাল জানিয়ে দিল নির্বাচন কমিশন। ফলে আগামী বুধবার অর্থাৎ ১৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ছ’টা পর্যন্ত ওই সব কেন্দ্রে প্রচার করা যাবে। আগামী শনিবার জলপাইগুড়ি, দার্জিলিং, নদীয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানের গুরুত্বপূর্ণ আসনে ভোট রয়েছে।
গত লোকসভা ভোটের শেষ পর্যায়ে এসে রাজনৈতিক উত্তেজনার কারণে একদিনের জন্য ভোট প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার বিধানসভা নির্বাচনের পঞ্চম দফাতেও সেই একই সিদ্ধান্ত নিল কমিশন। অর্থাৎ, এই ৪৫টি আসনে সব রাজনৈতিক দলের প্রার্থীকে একদিনের প্রচার থেকে বঞ্চিত হতে হবে। আগামী বৃহস্পতিবার বাংলা নববর্ষের সকালে অনেক প্রার্থীর নানা ধরনের কর্মসূচি ছিল। তবে কমিশনের নির্দেশে সেই সবই বাতিল করতে হবে।