বিপাকে বিজেপি নেতৃত্ব। শুক্রবার হরিণঘাটায় বিজেপি প্রার্থীর ভাই তৃণমূলের হয়ে প্রচারে নামলেন। বিজেপি প্রার্থী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোকশিল্পী অসীম সরকারের ভাই শক্তি সরকার তৃণমূল প্রার্থী নীলিমা নাগ মল্লিকের সমর্থনে এদিন প্রচার করেন। এর আগে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে তথ্য গোপনের অভিযোগ করেছিল তৃণমূল ও সিপিএম উভয় দলই। এবার প্রার্থীর নিজের ভাই বিজেপির প্রধান প্রতিপক্ষ তৃণমূলের হয়ে প্রচারে নামায়, রাজনৈতিকভাবে কিছুটা হলেও, মাথাব্যথা বেড়েছে পদ্মশিবিরে।
এদিন সন্ধ্যায় হরিণঘাটা শহরের ১৩ নম্বর ওয়ার্ড এবং দত্তপাড়া বাজার এলাকায় জোড়া সভা করেন শক্তি সরকার। দাদাকে কড়া কথায় বিঁধতেও ভোলেননি তিনি। বলেন, “আমার দাদা দুটো বিয়ে করেছে। যে লোকটা পরিবার, স্ত্রী এবং ভাইদের প্রতি বঞ্চনা করেছেন, সেই লোকটা কিভাবে মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রাখবেন? আমরা তৃণমূলটা ভালোবেসে করি। ও আমাদের সঙ্গে কোন যোগাযোগ রাখে না, খোঁজও নেয় না।” এই বিষয় তৃণমূলের হরিণঘাটা ব্লকের সভাপতি চঞ্চল দেবনাথ বলেন, “পরিবারের লোকও বিজেপির বঞ্চনার কথা বুঝে গিয়েছেন। মানুষ উন্নয়নের সঙ্গেই রয়েছে। আগামী ভোটে হরিণঘাটায় তৃণমূল ব্যাপক ভোটে জয়ী হবে।”