আইএসএল অভিযান শেষের পরেই করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন বেঙ্গালুরু এফসি ও ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। এই কারণে ওমান ও সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে খেলতে পারেননি তিনি। আপাতত করোনা সংক্রমণ থেকে সেরে উঠে পুরোপুরি ফিট বেঙ্গালুরু এফসি-র অধিনায়ক সুনীল ছেত্রী। জানা গিয়েছে, ১৪ এপ্রিল থেকে গোয়ায় শুরু হতে চলা এএফসি কাপের প্রাথমিক পর্যায়ের দুই ম্যাচের নেতৃত্ব দেবেন সুনীলই। এ কথা জানিয়ে দেওয়া হল বেঙ্গালুরুর ক্লাবটির তরফে।
উল্লেখ্য, এএফসি কাপের প্রাথমিক পর্যায়ের এই ম্যাচে বেঙ্গালুরু এফসি খেলবে নেপালের ক্লাব ত্রিভুবন আর্মি এফসি-র বিরুদ্ধে। তবে দলের অধিনায়কের করোনা-মুক্তি ঘটলেও মারণ এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পায়নি বেঙ্গালুরু এফসি। ইতিমধ্যেই দলের তিন জন করোনা সংক্রমিত হয়েছেন। সেই কারণেই রিজার্ভ দলের পাঁচ ফুটবলারকে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে। এরা হলেন গোলকিপার শারন পাড়াত্তিল, মাঝমাঠের ফুটবলার দামাইতফাং লিংডো ও মহম্মদ ইনায়েত, স্ট্রাইকার আকাশদীপ সিংহ ও শিবশক্তি নারায়ণন।
বেঙ্গালুরু এফসি-র নবনিযুক্ত জার্মান কোচ মার্কো পেজাইউয়োলিও এই ম্যাচ দিয়েই বেঙ্গালুরু এফসিতে তাঁর অধ্যায় শুরু করবেন। প্রস্তুতি হিসেবে ৫ এপ্রিল থেকে শিবির শুরু করে দিয়েছেন তিনি। বিদেশি ফুটবলারদের মধ্যে দলে রয়েছেন হুয়ানান গঞ্জালেস, ক্লেটন সিলভা এবং এরিক পার্তালু। এদের সঙ্গে যোগ দিয়েছেন গ্যাবন থেকে আসা ডিফেন্ডার ইরোন্ডু মুসাভু-কিং। উল্লেখ্য, গত ১১ মার্চ সুনীল ছেত্রীর শরীরে করোনা ধরা পড়ে। তবে ২৮ মার্চের মধ্যে তিনি সেরে উঠেছেন।