‘চোখ দুটো দেখলেই মনে হয় দাঙ্গা করে খেতে আসছে। এমন গুন্ডা স্বরাষ্ট্রমন্ত্রী আগে দেখিনি’। মেমারির জনসভা থেকে এই ভাষাতেই অমিত শাহকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে কমিশনের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগে সরব হলেন তৃণমূলনেত্রী।
পূর্ব বর্ধমানে নির্বাচনী সভায় গিয়ে মমতা বলেন, ‘কমিশন যত কেস দেবে, আমি তত দীর্ঘজীবী হব।’ পাশাপাশি কমিশনের উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘প্রধানমন্ত্রী যখন ভোটের দিন বাংলায় এসে প্রচার করেন, তখন কোনও বিধিভঙ্গ হয় না? যত দোষ সব আমার বেলায়?’ যদিও কমিশনের চিঠির উত্তরে তিনি কী জানাবেন, সেটাও এদিন স্পষ্ট করেন মমতা।
বর্ধমানের মাটিতে দাঁড়িয়ে তাঁর অঙ্গীকার, ‘এখানে একটা একটা করে সিট জিতব।’ কমিশনকে একহাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রধানমন্ত্রী যা বলে তাতে কমিশন কিছু বলে না। পরীক্ষা পে চর্চা করাতে বিধিভঙ্গ হয় না? আমি জনগণের সঙ্গে আছি। সেটাই কমিশনকে জবাব দিয়ে আমি জানাব।’ প্রসঙ্গত, মমতার ঘেরাও মন্তব্যের প্রেক্ষিতে জেলা প্রশাসনের রিপোর্টও তলব করেছে নির্বাচন কমিশন।
অন্যদিকে, ফের একবার বহিরাগত তত্ত্বে সরব হন তৃণমূল নেত্রী। মমতা বলেন, ‘বিহারের গান (বন্দুক), আর বিজেপি-র গুন (গুন্ডা) নিয়ে এসেছে।’ পাশাপাশি কমিশনকে তোপ দেগে বলেন, ‘বিজেপিযা বলছে তাই করছে। আমি সিআরপিএফ, সিআইএসএফ নিয়ে ততক্ষণ বলব যতক্ষণ তাঁরা বিজেপি করবে। দেশের সেনাবাহিনীকে আমি সম্মান করি’।