করোনার দ্বিতীয় ঢেউতে জর্জরিত দেশ। মহারাষ্ট্র, ছত্তিশগড়-সহ একাধিক রাজ্যে ক্রমেই ফের সংক্রমণ বাড়ছে। এই আবহে টিটাকরণ নিয়ে তৎপর হতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। টিকা নেওয়ার ক্ষেত্রে সবা যোগ্য ব্যক্তিকে টিকা নেওয়ার আবেদনও করা হয়েছে কেন্দ্রের তরফে। তবে এরই মধ্যে করোনা টিকা নিয়ে আকাল দেখা দিয়েছে মহারাষ্ট্র, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের মতো অ-বিজেপি শাসিত রাজ্যগুলি।
বুধবার রাতে মহারাষ্ট্রের সাতারায় টিকাকরণ বন্ধ করে দেওয়া হয়৷ জেলা প্রশাসনের কাছে টিকার ডোজ শেষ হয়ে যাওয়ার কারণেই টিকাকেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে বলে জানিয়েছেন সাতারা জেলা পরিষদের সিইও বিনয় গৌড়া৷ এর আগেই মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ দেগে জানিয়েছিলেন যে, রাজ্যে আর তিনদিন দেওয়ার মতো টিকা অবশিষ্ট রয়েছে৷ কেন্দ্রের কাছে আরও টিকা পাঠানোর আবেদন করা হয়েছে বলে জানান তিনি৷
অন্যদিকে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকা নিতে অস্বীকার করায় ছত্তিশগড় সরকারকেও একহাত নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন৷ পাশাপাশি কর্ণাটক, রাজস্থান ও গুজরাতে করোনা পরীক্ষার মান আরও উন্নত হওয়া উচিত বলে তাঁর মত৷ টিকাকরণ ঠিকমতো হচ্ছে না বলে তোপ দেগে মহারাষ্ট্র, পাঞ্জাব ও দিল্লীকে চিঠিও লিখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী৷