সরকারি জায়গায় থাকা বিজেপির ব্যানার, ফ্লেক্স খুলতে গিয়ে আক্রান্ত সরকারি কর্মী। ভাঙচুর করা হয়েছে একটি গাড়ি। ঘটনায় বিজেপির বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ করেছে তৃণমূল।
জানা গেছে, বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন ২ জন সরকারি কর্মী। কমিশনের ফ্লাইং স্কোয়াডের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। গাড়ি আটকে লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। গতকাল রাতে ঘটনাটি ঘটে নদিয়ার হাঁসখালি এলাকায়। আক্রান্তদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রার্থী আশিস কুমার বিশ্বাস জানিয়েছেন, মারধরের ঘটনায় যুক্ত নয় বিজেপি। ঘটনার জন্য বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।
অন্যদিকে তৃণমূলের মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। সূত্রেরখবর, রাজারহাট এলাকায় গিয়াসউদ্দিনকে ঘিরে ধরে বিজেপি কর্মীরা। তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে তুমুল বাদানুবাদ শুরু হয়। যা সংঘর্ষের চেহারা নেয়। অভিযোগ, তার মধ্যেই আচমকা গিয়াসউদ্দিনের মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়। আরও ৫ তৃণমূল কর্মী জখম বলে জোড়াফুল শিবিরের দাবি।