গতবছর আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে একেবারেই ছন্দে ছিলেন না গ্লেন ম্যাক্সওয়েল। এমনিতে ছন্দে থাকলে তিনি যে বিপক্ষ বোলারদের ঘুম কেড়ে নিতে পারেন, সেটা বিশ্ব ক্রিকেটে সকলেরই জানা। কিন্তু সমস্যা হল ম্যাক্সওয়েল ধারাবাহিকতার অভাবে ভোগেন। আর ২০২০-তেও তাঁর সঙ্গে ঠিক এটাই হয়েছিল। তবে এবছর তাঁর উপর আস্থা রেখেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। তাই ‘কিং কোহলি’র জন্য ছন্দে ফিরে দলকে প্রথম আইপিএল ট্রফি এনে দিতে চান।
অস্ট্রেলিয়ার এই মারকুটে ব্যাটসম্যান বলছেন, “শুধু আমি কেন, দলের সবাই ট্রফি জেতার জন্য মরিয়া হয়ে আছে। সবচেয়ে বেশি তাগিদ বিরাটের মধ্যে দেখেছি। আমরাও খুব ইতিবাচক মানসিকতা নিয়ে রোজ অনুশীলন করছি।” এরপরেই তিনি যোগ করেছেন, “আমার ধারণা এটা আমার ২২তম ভারত সফর। ফলে বুঝতে পারছি যে, এই দেশের উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা আমার রয়েছে। এ বার শুধু নিজেকে মেলে ধরতে হবে।”
তবে আসন্ন আইপিএল নিয়ে তিনি উজ্জীবিত হলেও জৈব সুরক্ষা বলয়ের ব্যাপারটা একেবারেই মানতে পারছেন না। এই বলয়ে থাকা যে তাঁর কাছে কখনও শেষ না হওয়া দুঃস্বপ্নের মতো সেটাও জানাতে ভুললেন না। খোলাখুলি বলে দিলেন, “গত কয়েক মাস যাবৎ এক জৈব বলয় থেকে আর এক জৈব বলয়ে থাকছি। এটাই যেন জীবন হয়ে গিয়েছে। ব্যাপারটা কখনও শেষ না হওয়া দুঃস্বপ্নের মতো। বাইরের জগত কেমন সেটাই ভুলতে বসেছি। এর মধ্যে আবার ব্যাট হাতে মাঠে ভাল ফল করার চাপ থাকে। তবুও আমাদের মানিয়ে নেওয়া ছাড়া আর উপায় নেই।”