তিনি তৃণমূলের তারকা সাংসদ। আপাতত গত কয়েকদিন ধরে তিনি বাংলার এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেড়াচ্ছেন ভোটের প্রচারে। গতকাল সোনারপুরের তৃণমূল প্রার্থী লাভলী মৈত্রের হয়ে ভোট প্রচারে এসে তিনি বিজেপিকে কড়া ভাষায় বিঁধলেন দীপক অধিকারী, ওরফে দেব। বললেন, “যারা ধর্মের নামে রাজনীতি করছেন দয়া করে তাদের হাত শক্ত করবেন না। বাইরের রাজ্যের লোকজন এসে ধর্ম বোঝাচ্ছে! যারা রাম-রহিমের মাঝে দেওয়াল তৈরি করছে, এবার তাদের খেলা শেষ হবেই। মানুষ বেঁচে থাকলে ধর্ম হবে, মন্দির-মসজিদ হবে। তবে শুধু মন্দির হলে বা মসজিদ তৈরি হলে সাধারণ মানুষের দুঃখ, কষ্ট মিটবে না।”
সিনেমার পর্দায় ‘চ্যালেঞ্জ নিবি না শালা’ বলতে অভ্যস্ত হলেও, বাস্তবের মাটিতে তাঁর মুখে কটু ভাষা কোনোদিন শোনা যায় নি। সাধারণত, সৌজন্যতার রাজনীতিতেই বিশ্বাসী। দোষারোপ কিংবা বিরোধী শিবিরপক্ষের দোষ-গুণ বিচার করে কাদা ছোঁড়াছুড়ি করতে তাঁকে খুব একটা দেখা যায় না। তবে বুধবার সোনারপুরের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রর হয়ে প্রচার করতে গিয়ে একেবারে ঝাঁজালো মন্তব্য করলেন ঘাটালের এই সাংসদ-অভিনেতা।
রাজ্যের চতুর্থ দফায় অর্থাৎ আগামী ১০ এপ্রিল সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নির্বাচন। হাতে আর মাত্র দিন কয়েক। তার আগেই তৃণমূল প্রার্থী লাভলি ওরফে অরুন্ধতী মৈত্রর হয়ে ভোটপ্রচার করলেন দেব। প্রচারের মঞ্চ থেকেই নাম না করে গেরুয়া শিবিরের মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে সুর চড়ালেন। বললেন, “ধর্ম জিতলে মানুষ মরবে আর মানুষ জিতলে ধর্মও বাঁচবে, মানুষও বাঁচবে। নাহলে শুধু মন্দির-মসজিদ তৈরি হবে, কিন্তু মানুষের জন্য কোনও উন্নয়ন হবে না। হাসপাতাল, রাস্তাঘাট তৈরি হবে না।”