চলতি মরশুমে এর আগে একবার লাল কার্ড দেখে মাঠের বাইরে ছিলেন। এরপর চোটের কারণে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সার বিরুদ্ধে খেলতে পারেননি। এবার ফের শাস্তির কবলে পড়লেন ব্রাজিলের ‘ওয়ান্ডার কিড’ নেইমার। প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে লিগ ওয়ানের আগামী দুটি ম্যাচে খেলতে পারবেন না তিনি। গত সপ্তাহে লিল-র বিরুদ্ধে ম্যাচে জোড়া হলুদ কার্ড দেখে বেরিয়ে যান তিনি। তবে অপরাধ খতিয়ে দেখে তাঁর শাস্তির মেয়াদ আরও এক ম্যাচ বাড়ানো হয়েছে।
গত সপ্তাহের এই ম্যাচে লিল-র তিয়াগো জালোকে বাজে ট্যাকল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেছিলেন নেওমার।পাশাপাশি তিয়াগোও লাল কার্ড দেখেন। এদিকে, দু’জনে টানেল দিয়ে ফেরার সময় ফের হাতাহাতি হয়। সেই ভিডিওয় খতিয়ে দেখেছে ফরাসি ফুটবল সংস্থা। এরপরেই নেইমারকে শাস্তি দেওয়া হয়েছে। ফলে আগামী শনিবার স্ট্রাসবুর্গের বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। খেলা হবে না ১৮ এপ্রিল সাঁ এতিয়েঁ ম্যাচেও। পিএসজি-তে যোগ দেওয়ার পর চতুর্থ বার লাল কার্ড দেখলেন নেইমার।