‘তৃণমূল এজেন্টদের বাড়িতে পাঠানো হচ্ছে সাদা থান। তাঁদের স্ত্রীদের হুমকির সুরে বলা হচ্ছে, স্বামী এজেন্ট হিসেবে বসলেই পরতে হবে এই শাড়ি।’ এবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন আরামবাগ কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তিনি বলেন, ‘তৃণমূল এজেন্টদের বাড়িতে হামলা করা হচ্ছে। চালানো হচ্ছে ভাঙচুর।’
প্রসঙ্গত, মঙ্গলবার তৃতীয় দফায় রাজ্যের ৩ জেলার মোট ৩১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এদিন ভোট শুরু হতেই আরামবাগ কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা বিজেপির বিরুদ্ধে সরব হন। তিনি জানান, তৃণমূলের এজেন্টদের নিয়মিত হুমকির মুখে পড়তে হচ্ছে। তাঁদের মা-দের বলা হচ্ছে কোল খালির জন্য প্রস্তুত থাকুন। এটাই বিজেপির কালচার। এখানেই শেষ নয়, তিনি এমনও অভিযোগ করেন যে, ‘তৃণমূল কর্মীদের মায়েদের বলা হচ্ছে ছেলে বুথে গেলে কোল খালি হয়ে যাবে।’
অন্যদিকে, এদিন আরামবাগ ব্লক তৃণমূল সভাপতির গাড়ি ভাঙচুরের ঘটনাতেও কাঠগড়ায় বিজেপি। জানা গিয়েছে, আরামবাগের গৌরহাটির শুভয়পুর গ্রামে আরামবাগ ব্লক তৃণমূল সভাপতি পলাশ রায়ের গাড়ি ভাঙচুর করা হয়। এরপরেই কার্যত গর্জে ওঠেন সুজাতা। তিনি বলেন, ‘সিআরপিএফ জওয়ানরা বিজেপির বিরুদ্ধের এজেন্টদের মতো কাজ করছে।’ আরামবাগের প্রার্থীর দাবি, সিআরপিএফ জওয়ানরাই বলে দিচ্ছেন, ‘কমল মে ভোট দেনা’। কিন্তু ভয় দেখিয়ে তৃণমূলকে আটকানো যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সুজাতা। তাঁর হুঙ্কার, ‘বিনা যুদ্ধে না ছাড়িব সূচাগ্র মেদিনী।’