উত্তরপ্রদেশের গোরক্ষনাথ মন্দিরের মহন্ত তিনি। একইসঙ্গে সে রাজ্যের মুখ্যমন্ত্রীও। কিন্তু সেই যোগী আদিত্যনাথের বিরুদ্ধেই এবার উঠল ক্যামেরা চালু থাকাকালীন অবস্থায় এক ব্যক্তিকে গালি দেওয়ার অভিযোগ। সোমবারই এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, দিনের শেষে যাকে ভুয়ো বলে দাবি করেও বিতর্ক চাপা দিতে পারছে না গেরুয়া শিবির।
প্রসঙ্গত, রবিবার বাংলার নানা জায়গায় বিজেপির হয়ে প্রচার সভা করে সংস্কৃতি নিয়ে নানা গালভরা কথা বলেন যোগী। যদিও সেই সব সভায় খুব যে লোক হয়েছে তা নয়। সেই তিনি সোমবার কোভিডের টিকা নেওয়ার পরে একটি সংবাদ সংস্থার ক্যামেরার সামনে প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। তাতে নানা কথা বলতে বলতে হঠাৎই কারও যাতায়াতে যোগী বিরক্ত হন। তাঁর চোখমুখ ক্রুর হয়ে ওঠে। তার পরে ক্যামেরা চালু থাকা অবস্থাতেই তাঁর উদ্দেশ্যে খাস দেশোয়ালি ভাষায় একটি চোস্ত গালি দেন।
ভিডিওটি সেখানেই শেষ করে দেওয়া হলেও ঘটনা শেষ হয় না। কোনও কোনও চ্যানেল টিকা নেওয়ার পরে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া লাইভ সম্প্রচার করছিল। অনেক দর্শক বিষয়টি দেখে চমকে যান। এর পরে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল সাইটে। নেটিজেনদের বাঁকা কথার ফুলঝুরির মধ্যে বিরোধী নেতা অখিলেশ যাদব টুইট করেন, ‘সাংবাদিকের উদ্দেশে মান্যবরের প্রবচন অবশ্যই শুনুন, তবে কানে হেডফোন লাগিয়ে এবং ছোটদের দূরে রেখে।’ সব মিলিয়ে যোগীর কাণ্ডে বেজায় অস্বস্তিতে পড়েছে গোটা গেরুয়া শিবির।