এবার আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে খেলবেন চন্দননগরের ঈশান পোড়েল। অস্ট্রেলিয়া সফরে নেট বোলার হিসেবে বিরাটদের সঙ্গী হলেও চোটের কারণে ফিরে আসতে হয় সফরের মাঝপথেই। তা নিয়ে আক্ষেপ থাকলেও আইপিএলে ভারত অধিনায়কের উইকেট পেতে মরিয়া ঈশান। জানিয়েছেন, সব ধরনের ক্রিকেটে সেরা বিরাটের উইকেট পেতে চান তিনি। তবে শুধু কোহলিই নয়, রোহিত শর্মার উইকেট পেতেও সমান মরিয়া বাংলার এই পেসার।
ঈশান জানান, “রঞ্জিতে আমি কে এল রাহুলকে আউট করেছি। রোহিত শর্মা পেস বলের বিরুদ্ধে দারুণ খেলে। ভাল বলও দারুণ কায়দায় বাউন্ডারির বাইরে পাঠাতে পারে। তাই রোহিতকে আউট করতে পারলে খুব খুশি হব। তবে সবচেয়ে বেশি খুশি হব সব ধরনের ক্রিকেটে সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির উইকেট পেলে।”
সুইংয়ের অভাব ছিল ঈশানের বলে। সেই অভাব পূরণের জন্যই পরিশ্রম করছেন তিনি। এই অস্ত্রেই ভারত অধিনায়ককে সাজঘরের রাস্তা দেখাতে চান কি না, তা স্পষ্ট না করলেও ঈশান বলেন, “এতদিন বাউন্সের সাহায্য নিয়েই উইকেট পেয়েছি। সিম করাতে পারতাম। কিন্তু বলে সুইং ছিল না। বলে সেরকম গতিও ছিল না। এই দিকগুলোয় নজর দেওয়ার চেষ্টা করছি।”