এবার জনগণের তিক্ত প্রশ্নের মুখে পড়লেন সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়।
“অন্য রাজ্যে যেখানে আপনারা ক্ষমতায় আছেন সেখানে কী কাজ করেছেন?” নির্বাচনী প্রচারে গিয়ে ভোটারদের এমনই প্রশ্নের মুখে পড়লেন তিনি। উত্তর সুকৌশলে এড়ানোর চেষ্টা করলেও সেই ভোটারদের সামনে আর দাঁড়াতে ভরসা পাননি প্রার্থী।
বৃহস্পতিবার বীরভূমের সিউড়ি বিধানসভার খটঙ্গা গ্রামে প্রচারে গিয়ে এভাবেই গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়েন জগন্নাথবাবু। এসংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে বলে জানা গিয়েছে। এপ্রসঙ্গে প্রার্থীর প্রতিক্রিয়া জানতে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। তবে সিউড়ির বিজেপি নেতা স্বপন দাস জানান, প্রার্থীকে ঘিরে কোথাও কোনও বিক্ষোভ হয়েছে কি না তা আমার জানা নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় সবার সঙ্গে কথা হয়েছে। কিন্তু তখনও কেউ এপ্রসঙ্গে কিছু জানাননি। তবুও আমি বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে দেখছি।
উল্লেখ্য, বৃহস্পতিবার সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী খটঙ্গায় নির্বাচনী প্রচারে যান। সেখানে হেঁটে প্রচার করার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক যুবকের সামনে জোড়হাত করে তিনি ভোট প্রার্থনা করেন। তখনই আচমকা সেই যুবক প্রার্থীকে প্রশ্ন করেন, “আমাদের জন্য কী উন্নয়নের কাজ করেছেন?” উত্তরে বিজেপি প্রার্থী বলেন, “আগে ক্ষমতায় আসি, তারপর তো কাজ করব।” একথা শুনে সেই ভোটারের পাল্টা প্রশ্ন, “যেসব রাজ্যে ক্ষমতায় আছেন সেখানেই-বা কী করেছেন?” একথা শুনে প্রার্থী তাঁকে বলেন, আমি তো প্রার্থী। তাই ভোট তো চাইবই। বলতে বলতে বাকি কর্মীদের সঙ্গে সামনের নিকে এগিয়ে যান তিনি।
স্বাভাবিকভাবেই প্রচারে গিয়ে এভাবে ভোটারদের প্রশ্নের মুখে পড়ায় ব্যাপক বিতর্ক শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে। এই প্রসঙ্গে ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিকাশ রায়চৌধুরী বলেন, “ভোটারদের নিয়েই ভোট। তাঁরা প্রশ্ন করবেন এটাই স্বাভাবিক। তাছাড়া, যে ভোটার এই প্রশ্ন করেছেন তিনি খুব ন্যায্য কথা জিজ্ঞাসা করেছেন। এতে ভুল কোথায় আছে? বাংলাকে সোনার বাংলা বানানোর আগে ওরা যে যে রাজ্যে ক্ষমতায় আছে, সেখানে কী উন্নয়ন করেছে তার জবাব তো বিজেপিকে দিতেই হবে।”