ভারতের জাতীয় দলের খেলোয়াড়রা এখনও তাঁকে মিস করেন। তবে শুধু দেশীয় খেলোয়াড়দের মধ্যেই নয়, অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিংহ ধোনি আলাদা একটা জায়গা করে নিয়েছেন গোটা ক্রিকেট বিশ্বে। সে ভারতের জার্সি গায়ে হোক কী চেন্নাই সুপার কিংসের। কী এমন বিশেষত্ব আছে ধোনির নেতৃ্ত্বে? ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি মনে করেন, ধোনির নেতৃত্বে খেললে এক জন ক্রিকেটারের অনেক উন্নতি হয়।
এ বারই ইংল্যান্ডের অফস্পিনার-অলরাউন্ডারকে নিলামে কিনেছে চেন্নাই সুপার কিংস। বুধবার সিএসকে-র ওয়েবসাইটে মইন বলেছেন, ‘‘আমি এমন অনেকের সঙ্গে কথা বলেছি, যারা ধোনির নেতৃত্বে খেলেছে। ওরা সবাই আমাকে বলেছে, কী ভাবে ধোনি ওদের খেলার উন্নতি ঘটিয়েছে। একজন ভাল অধিনায়ক এমনটাই করে থাকে।’’ তাঁর মতে, সব ক্রিকেটারই চায় এক বার না এক বার ধোনির নেতৃত্বে খেলতে।
মইন বলেছেন, ‘‘ধোনি সবার মধ্যে আত্মবিশ্বাস তৈরি করে দেয়। যে কারণে সবাই ওর নেতৃ্ত্বে খেলতে চায়।’’ একইসঙ্গে যোগ করেন, ‘‘শক্তিশালী নেতৃত্বের পাশাপাশি এমন কোচেরও দরকার যে মাথা ঠান্ডা রাখতে পারবে, ক্রিকেটারদের ওপর থেকে চাপটা সরিয়ে নিতে পারবে। যারা ধারাবাহিক থাকবে। আমাদের খুব ভাগ্য ভাল এই ধরনের ব্যক্তিত্বদের পেয়েছি।’’ ৩৩ বছর বয়সি এই অলরাউন্ডার আরও বলেছেন, ‘‘আমাদের সামনে লক্ষ্য হল, ট্রফি জেতা। এই দলের হয়ে খেলতে পেরে দারুণ লাগছে।’’