আমরা বিনা পয়সায় চাল দিই। ওরা বলে আমরা বিনা পয়সায় গ্যাস সিলিন্ডার দিই। ওদের বলুন, তোমরা যদি গরিবের বন্ধু হও তাহলে বিনা পয়সায় LPG দাও। পাথরপ্রতিমায় প্রচারে গিয়ে বিজেপিকে এভাবেই বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা নির্বাচনে এবার তৃণমূলের স্লোগান ‘খেলা হবে’। এনিয়ে মমতা বলেন, ‘মমতা ব্রিজ করে দেয়, রাস্তা করে দেয়, রূপশ্রী দেয়, কন্যাশ্রী দেয়, পড়ুয়াদের সাইকেল দেয় তাই বলে খেলা হবে। উম্পুন যখন হয়েছিল তখন নবান্নে সারারাত বসেছিলাম। নবান্নটা থরথর করে কাঁপছিল। ঝড় থেমে যাওয়ার পর পাথরপতিমার খবর নিয়েছি। তারপর ত্রাণের ব্যবস্থা করেছি’।
মমতার অভিযোগ, কে কী খাবে, কে কী পরবে, সব নিয়ন্ত্রণ করতে চাইছে বিজেপি। তৃণমূল নেত্রীর কথায়, ‘বিজেপি বলছে গর্ভবতী মায়ের ডিম খাবে না। ডিম খাবে না তো কী খাবে। তোমাদের মাথা খাবে!সালোয়ার কামিজ পরা যাবে না বলছে ওরা। ওদের বলুন খাওয়া,পরা নিজেদের ব্যাপার। এতে কাউকে মাথা গলাতে দেব না। ধর্ম নিজের,খাবার নিজের। উত্সব সবার। বিজেপি আসলে বলবে, মেয়েরা স্কুলে যাবে না। বাইরের গুন্ডাদের নিয়ে এসে জমি বাড়ি দখল করে নেবে। বিজেপি হল বহিরাগত গুন্ডা। বাইরের লোকদের নিজের এলাকা দখল করতে দেবেন? এদের বিদেয় করুন’।
বিজেপিকে নিশানা করে মমতা বলেন, ‘বিজেপি-সিপিএম-আর একটি নতুন দলের ডিল হয়েছে। বিজেপি টাকা দিয়ে একটা দলকে পাঠিয়েছে। সংখ্যালঘু ভোট ভাগ করতে টাকা দিয়েছে বিজেপি। তারপরেই ফের তিনি দাবি করেছেন যে সিপিএম-কে ভোট দেওয়া মানে বিজেপিকেই ভোট দেওয়া। আক্রমণাত্বক ভঙ্গিতে মমতা বলছেন, যে সিপিএম, সে-ই বিজেপি। যে কংগ্রেস, সে-ই বিজেপি। সেই চেনা মেজাজেই বিজেপিকে আক্রমণ করেছেন মমতা। তিমি বলছেন, বিজেপি বহিরাগত জঘন্য পার্টি। মোদী খুনিদের রাজা, ডাকাতদের জমিদার।