শুরু হয়ে গেছে ভোটযুদ্ধের কাউন্টডাউন। প্রথম দফা নির্বাচনের আগে হাতে আর এক সপ্তাহও নেই। চড়ছে রাজনীতির পারদ। ভোটের প্রচারে নেমে পড়েছেন তৃণমূলের তারকা প্রার্থী কাঞ্চন মল্লিকও। তৃণমূলের প্রতীকে হুগলির উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন টালিগঞ্জের এই বিশিষ্ট অভিনেতা।
প্রচারের মাঝেই হালকা পেটপুজো সারছেন কাঞ্চন। সকালে ও রাতে হালকা খাবার খেলেও, দুপুরে কর্মীদের বাড়িতে জমিয়ে খাওয়া-দাওয়া করছেন তিনি। সকাল থেকেই শুরু করতে হচ্ছে প্রচার। ব্রেকফাস্টে হালকা খাবার খেয়ে দিন শুরু হচ্ছে তাঁর। বাড়ি থেকে অল্পকিছু খাওয়া-দাওয়া সেরেই প্রচারে বেড়িয়ে পড়ছেন তৃণমূলের তারকা প্রার্থী। প্রচারের মাঝেই দলীয় কর্মীর বাড়িতে দুপুরের খাওয়ার আয়োজন। একেক দিন এক এক দলীয় কর্মীর বাড়িতে খাওয়ার ব্যবস্থা করে হচ্ছে তাঁর জন্য। তবে পছন্দের খাওয়ারের তালিকায় গরম ভাত আর পাঁঠার মাংস থাকলেও গরমে তাঁর খাবার তালিকায় রয়েছে ঘি-ভাত, শুক্তো, ডাল, সব্জি, এঁচোড় চিংড়ি, মাছ ভাজা।
উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী জানিয়েছেন, মানুষের পাশে থেকে, তাঁদের জন্য কাজ করাটাই এখন মূল লক্ষ্য। তিনি জানান, আমফানের সময়েও যতটা পেরেছি দুর্গতদের পাশে থাকার চেষ্টা করেছেন৷ দান করার পর সেটা জাহির করা একেবারেই পছন্দ নয় কাঞ্চনের৷ তাঁর মতে, “কাজ করে যাওয়াই লক্ষ্য৷ ঢাক পিটিয়ে লাভ নেই৷”