ইতিমধ্যেই শহর ও শহরতলি জুড়ে শুরু হয়ে গিয়েছে ‘দিদির দূত’ অ্যাপের প্রচার। গতকাল এর প্রচারে সুদৃশ্য ট্যাবলো নিয়ে উত্তর হাওড়ার বিস্তীর্ণ এলাকায় মিছিল করেছে তৃণমূল কংগ্রেস। এই মিছিল গুলমোহর থেকে হরগঞ্জ বাজার, জি টি রোড হয়ে ঘুসুড়িতে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন হাওড়া সদর জেলার তৃণমূলের চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়, জেলার সভাপতি ভাস্কর ভট্টাচার্য, প্রাক্তন মেয়র পারিষদ গৌতম চৌধুরী প্রমুখ।
ভাস্করবাবু বলেন, ১০ বছরে উন্নয়নের যে বিপুল কাজকর্ম হয়েছে রাজ্য সরকারের মাধ্যমে, যেভাবে বাংলা শান্তি ও সম্প্রীতির মরুদ্যান হিসেবে টিকে রয়েছে- সেই বার্তাই মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই কর্মসূচি পালিত হচ্ছে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির কারণে পেট্রোপণ্যের বেলাগাম মূল্যবৃদ্ধি, এবং সেজন্য মানুষের দুর্দশা লাঘব করতে রাজ্য সরকারের ১ টাকা কর কমানোর সিদ্ধান্তের কথাও আমরা এই কর্মসূচির মাধ্যমে মানুষকে জানাচ্ছি।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ‘দিদির দূত’ ট্যাবলো সোমবারই গ্রামীণ হাওড়া এলাকা থেকে হাওড়া শহরে ঢুকেছে। উত্তর হাওড়ার পর আজ, মঙ্গলবার বালি-বেলুড় এলাকায় এর প্রচার হয়েছে। কাল, বুধবার প্রচার হবে দক্ষিণ হাওড়াতে। মিছিলগুলিতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে বলে দাবি করেছে শাসকদল। এদিকে, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ শীর্ষক তৃণমূলের নতুন স্লোগানের প্রচার প্রতিটি বিধানসভা এলাকায় চালাচ্ছেন বিধায়ক এবং দলীয় কর্মীরা।