রাজ্যের ছাত্র পরিষদের পক্ষ থেকে নতুন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল। এনএসইউআই-এর নির্দেশনুসারে এই নয়া কর্মসূচী তাঁদের। কর্মসূচি নাম চাকরি দাও নয়তো ডিগ্রি ফেরত নাও। প্রাথমিক ভাবে চাকরিপ্রার্থীদের এমন পাঁচ লক্ষ চিঠি যাবে মোদী সরকারের কাছে। এমনটাই জানিয়েছে ছাত্র পরিষদ।
রাজ্য ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদ জানিয়েছেন, ‘বাংলার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের নয়া কর্মসূচীর শুরু করলাম। ছাত্র যুবদের কন্ঠস্বরকে তুলে ধরতে ও তাদের অধিকার অর্জনের লড়াইয়ে আমাদের এই নয়া কর্মসূচী ‘চাকরি দাও নয়তো ডিগ্রি ফেরত নাও।’
সৌরভ প্রসাদ আরও জানিয়েছেন, ‘এই কর্মসূচিতে বেকার যুবক যুবতীরা নিজেদের নথিভুক্ত করতে পারে ৭২৯০৮০০৮৫০ এই নম্বরে মিসড কল দিয়ে। মিসড কল দেওয়ার পর একটি এসএমএস আসবে এবং সেই এসএমএস-এ দেওয়া একটি লিংক থাকবে সেটি ওপেন করে নিজের যাবতীয় তথ্য ও শিক্ষাগত যোগ্যতা আপলোড করতে হবে। সেই সব তথ্য আমরা সংগ্রহ করে, এনএসইউআই-এর পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঁচ লক্ষ চিঠি পাঠানো হবে ও তাদের অধিকারের জন্য রাস্তায় নেমে লড়াই করব।’
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদসহ এনএসইউআই-এর সর্বভারতীয় সম্পাদক রোশন লাল বিট্টু, ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক শ্রী নন্দীপ দাস, কলকাতা জেলা ছাত্র পরিষদের সহ-সভাপতি শ্রী দেবজ্যোতি দাস-সহ অন্যান্য নেতৃত্বরা।