হাওড়ার জেলা কো অর্ডিনেটর রাজীব বন্দ্যোপাধ্যায় একাধিত কারণে তৃণমূলের মাথা ব্যথার কারণ হতে শুরু করেছেন। তাঁর সাম্প্রতিক ফেসবুক লাইভ, ও গত মন্ত্রিসভা বৈঠকে অনুপস্থিতি নিয়ে নানা কথা উঠছে। এমন এক পরস্থিতিতে মদন মিত্র হাওড়ার সভায় এসে, দেলা তৃণমূল নেতা রাজীব প্রসঙ্গে বলেন,’রাজীব বুদ্ধিমান ছেলে। ও ভ্রান্ত পথে পা দেবে না। যতক্ষণ ও তৃণমূলে আছে ততক্ষণ,আমরা ভাইয়ের মতো থাকব’।
শুভেন্দু সম্পর্কে গত কয়েকটি পর পর সভায় ক্ষোভ উগড়ে দেন মদন মিত্র। আর এদিন হাওড়ার বুক থেকে তিনি একই মেজাজ ধরে রাখেন। প্রসঙ্গত, শুভেন্দু গতকালই দবি করেন নন্দীগ্রাম থেকে ৫০ হাজার ভোটে মমতাকে হারাবে বিজেপি। এদিকে, তার প্রেক্ষিতে শুভেন্দুকে তোপ দেগে মদন বলেন, ‘ শুভেন্দু যত কম বলবে ততই ভাল। না হলে নন্দীগ্রামে তৃণমূলের সভায় ভিড় আরও বাড়বে।’
অন্যদিকে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীপদ নিয়ে আন্দুলের জনসভা থেকে মদন মিত্র বলেন, ‘ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে না পারলে নিজের হাতের পাঞ্জা কেটে নেব। তৃণমূলের পতাকা ধরব না।’