গত ডিসেম্বরে দল বদলে বিজেপিতে যাওয়ার পর থেকেই একাধিকবার শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন তৃণমূল নেতামন্ত্রী এমনকি, কর্মী ও সমর্থকরাও। মীরজাফরের সঙ্গে তুলনা টেনে তাঁকে বিশ্বাসঘাতক আখ্যাও দেওয়া হয়েছে। আর এবার শুভেন্দুর রাজনৈতিক কেরিয়ার নিয়ে মন্তব্য করলেন অনুব্রত মণ্ডল। সোমবার মল্লারপুরের কর্মীসভা থেকে অনুব্রত বলেন, “শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কেরিয়ারের মেয়াদ আর একমাস।”
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ প্রসঙ্গে শুভেন্দুকে ‘পাগল-ছাগল’ বলে কটাক্ষ করে অনুব্রত বলেন, “দিদির বিরুদ্ধে শুভেন্দু প্রার্থী হিসাবে দাঁড়াবে তো? আমি যদি চ্যালেঞ্জ করি আমারই তো সেখানে দাঁড়ানো উচিত। আমি কেন অন্যজনকে ছেড়ে দেব। শুভেন্দু চ্যালেঞ্জ করলে দিদির বিরুদ্ধে তাঁকেই দাঁড়াতে হবে।” দিলীপ ঘোষ কারও হাত ভাঙতে গেলে তাঁর হাতই থাকবে না বলেও এদিন বিজেপির রাজ্য সভাপতিকে হুঁশিয়ারি দেন অনুব্রত। বলেন, বিজেপি তাদের সভায় হামলা করলে একই কাজ তারাও করবে।
এদিনের সভা থেকে ফের মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক প্রকল্পগুলির কথা তুলে ধরেন বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে তাঁর শুরু করা স্বাস্থ্যসাথী কার্ড, যুবশ্রী, কন্যাশ্রী-সহ ৬৯টি প্রকল্প বন্ধ হয়ে যাবে। অসুবিধায় পড়বে বাংলার মানুষ। তাই তৃণমূল যাতে ২২০ থেকে ২৩০ টি আসন পায় তার জন্য তিনি খেলা শুরু করবেন। তাঁর কথায়, “খেলা শুরু হবে। খেলা অনেক রকম হয়। ক্যারম, হাডুডু, ক্রিকেট। আমাদের ভোটের খেলা শুরু করতে হবে।”