নির্বাচন যত এগিয়ে আসছে, ক্রমেই বাড়ছে বাগযুদ্ধ। তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর আক্রমণ করে বসলেন উত্তরপ্রদেশের মন্ত্রী আনন্দ স্বরূপ শুক্লা। মমতাকে আক্রমণ করে তিনি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী ‘মুসলিম জঙ্গী’। বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশ থেকে রিফিউজি আনার চেষ্টা করছেন।
যোগী রাজ্যের সংসদীয় বিচারক মন্ত্রী অভিযোগ করেন, ‘মুখ্যমন্ত্রী মমতা ভারতীয়দের বিশ্বাস করেন না এবং তিনি হিন্দু দেবদেবীদেরও অপমান করেছেন।’ মন্ত্রী বলেন, ‘উনি একজন মুসলিম জঙ্গী। মন্দির ভাঙানোর কাজও করেছেন। বাংলার দেব-দেবী ঠাকুরদের অপমান করেছেন। উনি বাংলাদেশীদের মত আচরণ করে থাকেন।’
প্রসঙ্গত উল্লেখ্য, সিএএ সমর্থন আদায়ে রবিবার আলিগড় এলাকায় মিছিল বের করেছিল বিজেপি। সেই মিছিলে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মন্ত্রী রঘুরাজ সিং। সেই মিছিল থেকেই তিনি স্লোগান দেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে একটা শব্দ খরচ করলে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হবে।’
সিএএ বিরোধী আন্দোলনের মঞ্চ থেকে কেন্দ্র-রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছিল। তার তীব্র বিরোধিতা করে রঘুরাজ সিং বলেন, ‘মাত্র এক শতাংশ মানুষ সিএএ’র বিরোধিতা করছে। তারা এ দেশে থাকছে, করের টাকায় খাচ্ছে, আবার এ দেশের নেতাদের বিরুদ্ধেই মুর্দাবাদ স্লোগান দিচ্ছে। এদেশে ভিন্ন মত থাকতেই পারে। কিন্তু প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান বরদাস্ত করা যাবে না।’