২০১৯-র লোকসভা নির্বাচনের পর থেকেই রাজ্যে শুরু হয়েছে বিজেপির তাণ্ডব। এদিকে, আগামী বিধানসভা নির্বাচনও যত এগিয়ে আসছে, ততই বাড়ছে গেরুয়া শিবিরের লম্ফঝম্ফ। আর এবার তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল হুগলির মগরার হোসনাবাদে। ঘটনায় অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে দিল্লী রোডে অবরোধও করেন তৃণমূল কর্মী সমর্থকেরা।
অভিযোগ, গতকাল রাতের অন্ধকারে হোসনাবাদে তৃণমূলের ওই দলীয় কার্যালয়ে হামলা চালায় কেউ বা কারা। ভাঙচুর চালান হয় কার্যালয়ের ভিতরে। ভেঙে দেওয়া হয় অফিসের চেয়ার টেবিল। এমনকি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত পোস্টারও ছিঁড়ে তছনছ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় অভিযোগের তীর স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় ঘোষ ও তাঁর দলবলের বিরুদ্ধে। যদিও এই ঘটনার সঙ্গে তাদের কোনও রকম যোগ নেই বলেই দাবি করেছে গেরুয়া শিবির।
এদিকে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। বিজেপি আশ্রিত সেই দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বেশ কিছুক্ষণ দিল্লী রোড অবরোধও করেন তৃণমূলের স্থানীয় নেতা কর্মী সমর্থকেরা। ভাঙচুরের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান তাঁরা। অবিলম্বে ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে তৃণমূল। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।