গতকালই গোটা দেশজুড়ে করোনা ভ্যাকসিনের গণ টিকাকরণ শুরু হয়েছে। জানা গিয়েছে, প্রথমদিনই ১ লক্ষ ৯১ হাজারেরও বেশি করোনা যোদ্ধাকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। আর এর মধ্যেই টিকাকরণের দ্বিতীয় দিন স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া করোনা পরিসংখ্যানেও মিলল আশার আলো। একলাফে অনেকটা কমল দেশের অ্যাকটিভ কেস। ক্রমেই যেন মারণ ভাইরাস থেকে মুক্তির দিকেই এগিয়ে যেতে সফল হচ্ছে ভারত।
আজ সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ১৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫ লক্ষ ৫৭ হাজার ৯৮৫ জন। এদিকে মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫২ হাজার ২৭৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৮১ জনের। যদিও এই মৃত্যুর সংখ্যাটা আগের দিনের থেকে সামান্য বেশি।
তবে পাল্লা দিয়ে প্রতিদিনই বাড়ছে করোনা জয়ীর সংখ্যা। সূত্রের খবর, একদিনে দেশে রোগমুক্ত হয়েছেন ১৭ হাজার ১৭০ জন। যা দৈনিক আক্রান্তের থেকে অনেকটাই বেশি। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ১ লক্ষ ৯৬ হাজার ৮৮৫ জন। আর এই সংখ্যাই নতুন করে ঘুরে দাঁড়াতে সাহস জোগাচ্ছে সাধারণকে। স্বস্তি দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রককেও। বুলেটিন অনুযায়ী, বর্তমানে অ্যাকটিভ কেস কমে হয়েছে ২ লক্ষ ৮ হাজার ৮২৬।