গত বছরের ২৪ নভেম্বর পূর্ব মেদিনীপুরের মেচেদায় বিজেপি কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র হাত ধরে গেরুয়া শিবিরে পা রেখেছিলেন তিনি। কিন্তু মাত্র দেড় মাসের মধ্যেই মোহভঙ্গ। আর তাই ফের বিজেপি থেকে তৃণমূলে ‘ঘর ওয়াপসি’ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খানের। রবিবার তৃণমূল ভবনে এসে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নিলেন তিনি।
এদিন সিরাজ খানের যোগদান অনুষ্ঠানে ছিলেন জেলার তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্রও। ফের তৃণমূলে ফিরে এসে তিনি জানিয়েছেন, নিজের ভুল বুঝতে পেরে তিনি তৃণমূলে ফিরলেন। উল্লেখ্য, বহুদিন ধরে জল্পনার পর গত নভেম্বরে বিজেপিতে যোগ দেন সিরাজ। আর তারপরই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে তোপ দেগে অভিযোগ তুলেছিলেন, দ্বিতীয় তৃণমূল সরকারে কোনও কাজ হয়নি। তাই দল ছাড়লাম।
কিন্তু দেড় মাস পদ্মশিবিরে থাকতে না থাকতেই মধ্যেই মোহভঙ্গ হল তাঁর। রবিবার তৃণমূলে ফিরে তিনি বললেন, “বিজেপি বড়লোকদের পার্টি। তৃণমূল গরিব মানুষের পাশে থাকার দল। এখানে মানুষের সম্মান আছে। তাই আবার ফিরে এলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কাজ করতে চাই।” তাঁকে দলে যোগদান করিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য, “কৈলাসজি ওঁকে ঘটা করে বিজেপিতে নিয়ে গিয়েছিলেন, আমরাও ঘটা করে ফিরিয়ে আনলাম।”