ফের ভারতকে সতর্ক করল আমেরিকা। এস-৪০০ মিসাইল সিস্টেম কেনা নিয়ে রাশিয়ার সঙ্গে প্রায় সাড়ে পাঁচশো কোটি মার্কিন ডলারের চুক্তি রয়েছে ভারতের। এই ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে আগেও বারবার আপত্তি জানিয়েছে মার্কিন মুলুক। চুক্তি বাতিল না করলে যে ফল ভাল হবে না, সেই হুঁশিয়ারিও দিয়েছে তারা। শুক্রবার আমেরিকা সাফ জানিয়ে দেয়, চুক্তি বাতিল না করলে নিয়মভঙ্গের অভিযোগ আনা হবে ভারতের বিরুদ্ধে। মাসখানেক আগেই এস-৪০০ কেনার জন্য তুরস্কের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। শুক্রবারের হুঁশিয়ারি থেকে ইঙ্গিত মিলেছে, ভারতের বিরুদ্ধেও এমন পদক্ষেপ নিতে পারে তারা।
উল্লেখ্য, ২০১৫ সালে ওই চুক্তির পর থেকেই বারবার আপত্তি জানিয়ে এসেছে আমেরিকা। মার্কিন প্রশাসন মোদী সরকারকে জানিয়েছে, চুক্তি বাতিল না করলে নষ্ট হবে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক। আগামী সপ্তাহেই শপথগ্রহণ করতে চলেছেন নয়া মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। রাশিয়ার বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি তিনি আগেই দিয়ে রেখেছেন। এই অবস্থায় ভারত সরে না এলে আমেরিকার সঙ্গে এই নিয়ে মতান্তর আরও তীব্র হবে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। যদিও ভারত আগেই জানিয়েছে, পূর্ব লাদাখের প্রকৃত সীমান্তরেখায় লালফৌজের মোকাবিলা করার জন্য এই ক্ষেপণাস্ত্র অত্যন্ত ভূমিকা পালন করবে। মার্কিন হুঁশিয়ারিতেও ভারত নিজেদের পথ থেকে সরবে না বলেই ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। “ভারত বরাবরই স্বাধীন বিদেশ নীতি নিয়ে চলেছে। সেটা নিরাপত্তা সরঞ্জাম ও তার সরবরাহের ক্ষেত্রেও প্রযোজ্য। জাতীয় নিরাপত্তার স্বার্থ এখানে জড়িত।” জানিয়েছেন মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব।
প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, রাশিয়ার সঙ্গে এস-৪০০ মিসাইল সিস্টেম কেনার চুক্তি বাতিল করলে ভারতকে আরও আধুনিক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেবে আমেরিকা। মোদী সরকার অবশ্য সেই প্রস্তাবে রাজি হয়নি। এরপরই শুরু হয় আইনের ভয় দেখানো ও হুমকি।