প্রত্যাশা মতোই বেঙ্গালুরু এফসি থেকে লিয়েনে অজয় ছেত্রীকে দলে নিল এসসি ইস্ট বেঙ্গল। মূলত মাঝমাঠে বিকল্প বাড়াতেই এই তরুণ মিডফিল্ডারকে সই করাল লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। ২০১৬ সালে বেঙ্গালুরু অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন মণিপুরের এই ফুটবলারটি। দু’বছরের মধ্যেই তিনি সিনিয়র দলে জায়গা করে নেন।
নিয়মিত সুযোগ না পাওয়ায় গত মরশুমে লিয়েনে হায়দরাবাদে যোগ দেন অজয়। চলতি মরশুমে পুনরায় বেঙ্গালুরুতে ফিরে এলেও প্রথম একাদশে ঠাঁই হয়নি তাঁর। তাই ইস্ট বেঙ্গলের প্রস্তাব লুফে নেন অজয়। শুক্রবার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে তাঁকে ২০ জনের দলে রাখেন লাল-হলুদ কোচ রবি ফাউলার।
এদিকে, এটিকে মোহন বাগানের সঙ্গে চুক্তি ছিন্ন করে এফসি গোয়ায় যোগ দিলেন ধীরাজ সিং। সাড়ে তিন বছরের জন্য এই তরুণ গোলরক্ষককে দলে নিল গোয়া। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে নজর কাড়ার পর ইন্ডিয়ান অ্যারোজ হয়ে কেরল ব্লাস্টার্সে যোগ দেন তিনি। ২০১৯-২০ মরশুমে এটিকেতে যোগ দিলেও হাবাসের দলে সেভাবে সুযোগ পাচ্ছিলেন না ধীরাজ।