কেন্দ্র থেকে পাঠানো টিকার পরিমাণ যথেষ্ট নয়। প্রয়োজনে প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে সরাসরি করোনা প্রতিষেধক কিনবে রাজ্য। সকল রাজ্যবাসী বিনামূল্যে কোভিড ভ্যাকসিন পাবেন। প্রয়োজনে খরচ দেবে রাজ্য সরকার। টিকাকরণ প্রক্রিয়া শুরুর প্রথমদিনই এ কথা জানিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্র মাত্র ১.৫ কোটি ডোজ করোনা ভ্যাকসিন পাঠিয়েছে। ডবল ডোজের ভ্যাকসিন হলে মোট ৩ কোটি টিকার দরকার হয়। এদিকে রাজ্যের জনসংখ্যার নিরিখে এখনও অনেক টিকা লাগবে। তাই বাকি রাজ্যবাসীকে কোভিড টিকা দেওয়ার পর্যাপ্ত ব্যবস্থা করতে তৈরি রাজ্য সরকার। প্রয়োজনে টিকা প্রস্তুতকারী সংস্থার সঙ্গে কথা বলে সরাসরি ভ্যাকসিন কিনবে রাজ্য। নবান্ন থেকে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতেও একই কথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী চান, দ্রুত সকল রাজ্যবাসী বিনামূল্যে কোভিড টিকা পাক। কেন্দ্র দ্রুত এই টিকা পাঠাক। এজন্য রাজ্য প্রয়োজনীয় খরচ বহণ করতে তৈরি বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে যাতে গুজব না ছড়ায় তার দিকেও নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
টিকাকরণ প্রক্রিয়া নিয়ে শনিবার জেলাশাসক ও জেলা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। আলোচনার মাঝেই মুখ্যমন্ত্রী সঙ্গে ফোনে কথা সারেন মুখ্যসচিব। সেই সময়ই প্রয়োজনীয় টিকার বন্দোবস্ত ও পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে অবশ্য এক ভারচুয়াল অনুষ্ঠানে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আশাকর্মীদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। সেই অনুষ্ঠানেও সকল রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী।