বিধানসভা ভোটের আগে বেশ অনেক জায়গায় চলছে রাজনৈতিক দলবদল। আর এই দলবদল ঘিরে এবার ব্যাপক উত্তেজনা হাওড়ার শিবপুরে। দফায় দফায় বিজেপি হামলা চালাল তৃণমূলের ওপর। রীতিমতো সংঘর্ষ বেধে যায় সেখানে। তাতে বেশ কয়েক জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে এক তৃণমূল কর্মীর অবস্থা গুরুতর। হাওড়া জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
বিজেপিই গুন্ডামি করছে বলে অভিযোগ করেন তৃণমূল নেতা শ্যামল মিত্র। তিনি বলেন, ‘‘বিজেপি গুন্ডামি করছে। নতুন যারা বিজেপিতে যোগ দিয়েছে, তারা তৃণমূল কর্মীদের হুমকি দিচ্ছে। বিজেপিতে যোগদান না করলে মারধরের হুমকিও দেওয়া হচ্ছে।’’
আজ শনিবার সকালেও সেই ঝামেলার রেশ কাটেনি। বরং সুজিত চৌধুরী নামের এক তৃণমূল কর্মীর উপর একদল লোক চড়াও বলে অভিযোগ। বিজেপির লোকজনই এই হামলা চালায় বলে অভিযোগ তৃণমূলের। দলীয় সূত্রে জানা গিয়েছে, সুজিতকে রাস্তায় ফেলে মারধর করা হয়। মাথা ফাটিয়ে দেওয়া হয় তাঁর। এমনকি হাতে ভোজালির কোপও মারা হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় শিবপুর থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়নি।