বাংলায় বিজেপিকে সরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে কংগ্রেসকে আহ্বান করেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। যার প্রেক্ষিতে তৃণমূলকে কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এ নিয়ে শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক থেকে অধীরবাবুকে খোঁচা দিলেন রাজ্যের মন্ত্রী তাপস রায়। তাঁর কথায়, যে বামেদের সঙ্গে কংগ্রেস হাত মিলিয়েছে, একসময় তাদের অন্ধ কংগ্রেস, ইন্দিরা ও রাজীব বিরোধিতা অনেক ক্ষতি করেছিল। তেমনি অধীরদের অন্ধ মমতা বিরোধিতাই বাংলায় কংগ্রেস রাজনীতিকে অনেকটা পিছিয়ে দেবে।
ভোটের আগে দলত্যাগী নেতাদের নিয়েও মন্তব্য করেন তাপস রায়। তাঁর কথায়, দলে যে আভ্যন্তরীণ গণতন্ত্র রয়েছে তাই প্রমাণ হচ্ছে যাঁরা দল নিয়ে মন্তব্য করছেন। তবে দলত্যাগীদের নিয়ে তাঁরা চিন্তিত নয় বলেও মন্তব্য করেন তাপস। বলেন, আমাদের শক্তি বাংলার মানুষ ও মমতা বন্দ্যোপাধ্যায়। যে বিজেপি মমতার জনমুখী প্রকল্পকে কটাক্ষ করছেন, মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আসন্ন নির্বাচনে রাজনৈতিকভাবে তাদের ‘যমের দুয়ারে’ পাঠাবে হবে।
বিজেপির গুজরাত মডেলকে কটাক্ষ করে বাংলার উন্নয়নের সঙ্গে মোদী-রাজ্যের তুলনা টানেন তিনি। বলেন, সারা বিশ্ব বাংলার সংস্কৃতি, কৃষ্টি, দর্শনকে গ্রহণ করছে। তাকে পরিবর্তন করাই বিজেপির হিডেন এজেন্ডা। এরা নেতাজির বদলে বাংলায় বীর সাভারকরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। রবীন্দ্রনাথের বাংলায় শ্যামা প্রসাদ, রামমোহন-বিদ্যাসাগরের বাংলায় দীনদয়াল উপাধ্যায়কে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। কিন্তু বাংলার ১০ কোটি মানুষের অস্মিতা, অহংকার ও সত্তায় আঘাত দেওয়ার চেষ্টা বাংলাবাসীরা মানবে না, মন্তব্য তৃণমূল নেতার।