করোনাকে হারাতে শুরু হয়ে গিয়েছে টিকাকরণ। সেই প্রক্রিয়ার প্রথমদিনই আরও নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ। কমেছে মৃত্যুও। সবমিলিয়ে রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলছে রাজ্য স্বাস্থ্যদপ্তর।
এদিন রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৬৪ হাজার ৭০৭ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৫ লক্ষ ৪৭ হাজার ৫১৫ জন। ফলে এ রাজ্যে অ্যাকটিভ অর্থাৎ চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৭ হাজার ১৫১ জন। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করেছেন ৬৬৬ জন। ফলে বাংলায় সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৬.৯৬ শতাংশ।
শনিবারের সরকারি বুলেটিন বলছে, একদিনে বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৬০৯ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিল ৬২৩ জন। সরকারি তথ্যের নিরিখে এদিন সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে উত্তর ২৪ পরগনায় (১৮৬)। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা (১৫০)। রাজ্যে অন্য কোনও জেলায় শতাধিক করোনা আক্রান্তের হদিশ নেই।