আগামিকাল থেকে শুরু হচ্ছে দেশব্যাপী করোনা টিকাদান। তার আগে এদিন ভ্যাকসিনের যাবতীয় সব নিয়ে দেশবাসীকে পাঠ পড়াল সরকার। কী বলা হয়েছে সেখানে? চলুন দেখে নেওয়া যাক-
উল্লেখ্য, কাল থেকে শুরু হওয়া টিকাকরণ কর্মসূচিতে ৩,০০০ কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে। প্রতি সেন্ট্রারে প্রত্যেকদিন ১০০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে। টিকাকরণের প্রক্রিয়া সফলভাবে এগোলে এরপরের লক্ষ্য ৫০০০টি কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া। প্রসঙ্গত, প্রথম ধাপে প্রায় ৩০০ মিলিয়ন ঝুঁকিপূর্ণ মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। যার মধ্যে ৩০ মিলিয়ন স্বাস্থ্য ও প্রথমসারির কর্মীরা রয়েছেন
১. ১৮ বছর ও তাঁর ঊর্ধ্বেই একমাত্র ভ্যাকসিন দেওয়া যাবে।
২. কোভিড ভ্যাকসিন ও অন্যান্য টিকার মাঝে ন্যূনতম ১৪ দিনের ব্যবধান রাখতে হবে।
৩. দ্বিতীয় ডোজটিও একই কোভিড ভ্যাকসিনের হতে হবে।
৪. করোনায় আক্রান্ত কোনও ব্যক্তি নেগেটিভ হওয়ার ৪ থেকে ৮ সপ্তাহ পর ভ্যাকসিন নিতে পারবেন।
৫. গর্ভবতী ও সদ্য় প্রসূতি মায়েরা যাঁরা সন্তানকে স্তন্যপান করাচ্ছেন, তাঁদেরকে এই ভ্যাকসিন দেওয়া যাবে না।
৬. যাঁদের অ্যালার্জির প্রবণতা আছে, তাঁদেরকেও এই ভ্যাকসিন দেওয়া যাবে না।
৭.কো-মরবিডিটি আছে, এমন রোগীর ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়ার বিষয়ে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নিতে হবে।