মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগে এবার সরাসরি কৃষক আন্দোলনের সমর্থনে পথে নামল কংগ্রেস। শুক্রবার দিল্লীতে লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজলের বাসভবনের সামনে বিক্ষোভ দেখালেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর মতো শীর্ষস্থানীয় কংগ্রেস নেতানেত্রীরা। দাবি জানালেন, অবিলম্বে তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করে নিতে হবে। দিনটিকে ‘কিষান অধিকার দিবস’ হিসেবে পালন করছে কংগ্রেস। সেই উপলক্ষে সমস্ত রাজ্য শাখাকেই নির্দেশ দেওয়া হয়েছে রাজভবনগুলির সামনে বিক্ষোভ দেখানোর জন্য।
কৃষি আইন নিয়ে লাগাতার আক্রমণ অব্যাহত রেখেছেন রাহুল। এদিন বিক্ষোভ মিছিল থেকেও তিনি ক্ষোভ উগরে দেন কেন্দ্রের বিরুদ্ধে। দাবি করেন, এই আইন তৈরিই হয়েছে কৃষকদের শেষ করে দিতে। তাঁর কথায়, ”বিজেপি সরকারকে কৃষি আইন প্রত্যাহার করে নিতে হবে। এই তিন আইন না তুলে নেওয়া পর্যন্ত কংগ্রেস থামবে না। এই আইন কৃষকদের কোনও সাহায্য করবে না। তাদের শেষ করে দেবে।” পরে একটি টুইটে তিনি দাবি করেন, ”মোদী-মায়া শেষ হয়ে গিয়েছে। মোদী সরকারের অহঙ্কারেরও পতন হবে। কিন্তু অন্নদাতাদের সংকল্প না টলেছে, না টলবে। সরকারে কৃষিবিরোধী আইন প্রত্যাহার করতেই হবে।”
গত ৯ জানুয়ারি এক ভার্চুয়াল বৈঠকে কংগ্রেস স্ট্যাটেজি নেয় এবার কৃষি আইন নিয়ে পুরোদস্তুর ঝাঁপাবে তারা। রাস্তায় নেমে নিয়মিত বিক্ষোভ দেখিয়ে বিজেপি সরকারের উপরে চাপ বাড়াবে। সেই প্ল্যান সামনে রেখেই আজকের ‘কিষান অধিকার দিবস’ পালনের সিদ্ধান্ত। উল্লেখ্য, শেষবার হাথরস কাণ্ডে একসঙ্গে আন্দোলনে নামতে দেখা গিয়েছিল রাহুল-প্রিয়াঙ্কাকে। এবার নতুন করে কৃষি আন্দোলনকে কেন্দ্র করে পথে নামলেন তাঁরা।