অস্ট্রেলিয়া সফরের প্রথম থেকেই চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় দলের। সিরিজে একের পর এক চোটে জর্জরিত হয়েছেন একাধিক ভারতীয় ক্রিকেটার। এবার ব্রিসবেনে বল করার সময় কুঁচকিতে চোট পেলেন ভারতীয় পেসার নবদীপ সাইনি। অনভিজ্ঞ ভারতীয় বোলিং আক্রমণ থেকে আরও একজনের কমে যাওয়া একদমই স্বস্তি দিচ্ছে না অজিঙ্ক রাহানেকে। সূত্রের খবর, চোট লাগার পরই স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়েছে ভারতের এই তরুণ পেসারকে।
২৮ বছরের সাইনি তখন নিজের অষ্টম ওভার করছিলেন। পঞ্চম বলটি করার সময় হঠাৎই কুঁচকিতে চোট পান তিনি। ভারতীয় দলের তরফে বলা হয়, “কুঁচকিতে যন্ত্রণা রয়েছে বলে জানিয়েছে সাইনি। দলের ডাক্তাররা পরীক্ষা করেছেন সেই চোট।” সাইনি যদিও ওই বলটিতেই উইকেট পেতে পারতেন। তাঁর বল মার্নাস লাবুশানের ব্যাটে লেগে স্লিপে ক্যাচ যায়। কিন্তু রাহানে সেই ক্যাচ নিতে পারেননি। ফলত জীবন পান লাবুশানে।
সেই ওভারে সাইনির বাকি ছিল ১ বল। চোট পেয়ে তিনি বেরিয়ে যাওয়ায় ওভারটি শেষ করেন রোহিত শর্মা। চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই মাঠে ফিরে এসেছিলেন সাইনি। কিন্তু ফের মাঠ ছাড়েন তিনি। এই ম্যাচে ভারতীয় পেসারদের মধ্যে সব চেয়ে বেশি বলের গতি তাঁরই, লম্বা স্পেলে বল করার ক্ষমতাও রয়েছে তাঁর। গাব্বায় এমন একজন বোলারকে প্রথম দিনেই হারানোর জেরে বিপদে পড়তে হল ভারতীয় দলকে।