কাটমানি প্রসঙ্গ নিয়ে বরবরই রাজ্যের শাসকদলকে তুলোধোনা করে এসেছে বিজেপি। কিন্তু সেই অভিযোগ ফের বুমেরাং হয়ে ছুটে এল তাদেরই দিকে। মালদা জেলার মানিকচক ব্লকে বহু সংখ্যক বিজেপি কর্মী অভিযোগ জানিয়েছেন, বিজেপি চালিত পঞ্চায়েত ১০০ দিনের কাজের শ্রমিকদের থেকে কাট মানি চাইছে। স্বভাবতই এমন অভিযোগ ও গোষ্ঠীদ্বন্দ্বের রেশ চিন্তায় ফেলেছে গেরুয়া শিবিরকে।
মানিকচক ব্লকের বিজেপি নেতা পিন্টু গোস্বামীর নেতৃত্বে কর্মীদের দাবি, নাজিরপুর পঞ্চায়েত প্রধান পম্পা সরকার দুর্নীতিগ্রস্ত। লিখিত অভিযোগ জানানো হয়েছে জেলা প্রশাসনকে। এপ্রসঙ্গে পিন্টু গোস্বামী জানিয়েছেন, ১০০ দিনের কাজ পাইয়ে দেওয়ার জন্য কর্মীদের কাছ থেকে টাকা চাইছেন পঞ্চায়েত প্রধান। তাঁর আরো দাবি, পঞ্চায়েত প্রধান এই প্রকল্প বাবদ পঞ্চায়েতের তহবিল থেকেও টাকা আত্মসাৎ করেছেন। “এই ধরনের কাজ আমাদের দলকে কালিমালিপ্ত করছে। এখনই প্রশাসন ও দল ব্যবস্থা নিক।” জানিয়েছেন পিন্টু।
এই চাপানউতোরের বিষয়ে জেলা বিজেপির মুখপাত্র অজয় গাঙ্গুলি বলেছেন, এই অভিযোগ প্রমাণিত হলে তাঁরা দোষীকে সাহায্য করবেন না। মালদা জেলা প্রশাসক রাজশ্রী মিত্র জানিয়েছেন, তাঁর কাছে এসেছে এই অভিযোগ।