রাস্তার কুকুর। আরামে শুয়ে রয়েছে সার্জিক্যাল ওয়ার্ডের রোগীদের বিছানায়। এমনই দৃশ্য দেখা যোগী রাজ্যের মোরাদাবাদ জেলার একটি সরকারি হাসপাতালে। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। যোগীর রাজ্যে স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা আরও এক বার সামনে এল।
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় হাসপাতালের তিনতলায় রয়েছে মহিলাদের সার্জিক্যাল ওয়ার্ড। সেখানকার ২৮ নম্বর বেডে নিশ্চিন্তে শুয়ে থাকতে দেখা গিয়েছে ওই কুকুরটিকে। এ বিষয়ে এম হাসান নামের এক স্থানীয় বাসিন্দা বলেছেন, ‘এতে অবাক হওয়ার কিছুই নেই। হাসপাতালে প্রায়ই কুকুর ঘুরে বেড়ায়। সুযোগ পেলে বিভিন্ন বিভাগেও ঢুকে পড়ে।’ পরিচ্ছন্নতার অভাব এবং খারাপ ব্যবস্থাপনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকেই দুষেছেন স্থানীয়রা।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। মোরাদাবাদের প্রধান মেডিক্যাল অফিসার এমসি গর্গ এক সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ঘটনাটি নিয়ে তদন্ত করা হচ্ছে। হাসপাতালের তিনতলায় মহিলাদের সার্জিক্যাল ওয়ার্ডের ঘটনা এটি। তদন্ত শেষ হলে এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ হাসপাতাল কর্মীদের গাফিলতির দিকটিও দেখা হবে বলে জানিয়েছেন তিনি।